Home » কুড়ি ওভারের টি 20 ক্রিকেট টুর্নামেন্ট. তেলিয়ামুড়া দশমীঘাটস্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে

কুড়ি ওভারের টি 20 ক্রিকেট টুর্নামেন্ট. তেলিয়ামুড়া দশমীঘাটস্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া.
তেলিয়ামুড়া মহকুমা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে, আজ থেকে শুরু হয়েছে কুড়ি ওভারের টি 20 ক্রিকেট টুর্নামেন্ট. তেলিয়ামুড়া দশমীঘাটস্থিত ভগৎ সিং মিনি স্টেডিয়ামে আজ সকালে উদ্বোধনী ম্যাচে প্রগ্রেসিভ ইউথ ক্লাব নয় উইকেটের বিনিময়ে ডিএম কলোনি একাদশকে হারিয়ে দেয়. আজকের দ্বিতীয় ম্যাচ টি ছিল বুলেট ক্লাব এবং হাওয়াই বাড়ি জনকল্যাণ ফারমার্স একাদশের মধ্যে. কিন্তু ম্যাচটি বৃষ্টির কারণে সম্পূর্ণ হতে পারেনি। বুলেট ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে১৩৫ রান সংগ্রহ করে. পরে ফারমার্স ক্লাব তিন ওভার দুই বলে ২ উইকেট হারিয়ে চার রান করার পর বৃষ্টি নেমে যায়. বৃষ্টি থামলে দুই রেফারি সিদ্ধান্ত নেয় মাঠ খেলার অনুপযোগী. শেষ পর্যন্ত ম্যাচ রেফারি খেলাটির ড্র হিসেবে ঘোষণা করেন। তেলিয়ামুড়া মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক নন্দন রায় জানান, টুর্নামেন্টে নয়টি টিম অংশ নিচ্ছে.চ্যাম্পিয়ন দল পাবে কুড়ি হাজার টাকা এবং রানার্স ১৫০০০ টাকা টুর্নামেন্টে প্রাইজ রয়েছে তিনটি গ্রুপে খেলা হচ্ছে। আজকের ম্যাচ দেখতে ভগৎ সিং মিনি স্টেডিয়ামে প্রচুর দর্শক এসেছিল। আজকের ম্যাচ দেখতে যে বিপুল পরিমাণ দর্শক মাঠে এসেছিল তাতে উদ্যোক্তাদেরও সন্তুষ্টি দেখা দেয়.

You may also like

Leave a Comment