
প্রতিভার স্ফূরণ ঘটিয়ে লক্ষ পূরণের দিশা দেখানোর উদ্দেশ্যে বিশালগড়ে অনুষ্ঠিত হয় ক্যারিয়ার ওরিয়েন্টেশন এগজিবিশন। বুধবার দুপুরে বিশালগড় নতুন টাউন হলে আয়োজিত কার্যক্রমে ১৯ টি স্কুলের দশম এবং দ্বাদশ শ্রেণির হাজারো ছাত্র ছাত্রী অংশ নেন। ছাত্র-ছাত্রীদের সঠিক দিশা নির্নয় করার লক্ষ্যে এই অভিনব কর্মসূচির আয়োজন করেছে বিধায়ক সুশান্ত দেব। পশ্চিম ত্রিপুরা জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর সহযোগিতায় এই অনুষ্ঠান হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে এগজিবিশনের শুভারম্ভ করেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলার জেলাশাসক ডঃ বিশাল কুমার, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা আধিকারিক এন্টনি দেববর্মা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আধিকারিক শ্যামল ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ গণেশ ভৌমিক প্রমুখ। বিধায়ক সুশান্ত দেব ভাষণে বলেন এখন থেকে লক্ষ স্থির করতে হবে। ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না। বরং তুমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত যাতে চোখে ঘুম না আসে তারজন্য কঠোর পরিশ্রম করতে হবে। একসময় অভিভাবকরা ছেলেমেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখতেন। ছাত্রদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিতেন। যার কারণে অনেক প্রতিভাবান ছাত্র ছাত্রীর জীবন নষ্ট হয়েছে। মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছে। তাই মেধা অনুযায়ী সঠিক বলে বিভাগ নির্নয় করতে হবে। তিনি আরও বলেন আজকের ছাত্র সমাজ আগামীদিনে বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় গড়ার দায়িত্ব নেবে। নিজের ব্যাক্তিগত জীবন শৈলী সংযমী জীবনযাত্রা সফলতার অন্যতম চাবিকাঠি। জেলা শাসক ড. বিশাল কুমার বিভিন্ন কম্পিটেটিভ এক্সাম বিষয়ে ছাত্র ছাত্রীদের মতবিনিময় করেন। সবশেষে বিশেষজ্ঞরা ছাত্র ছাত্রীদের সঙ্গে ভবিষ্যৎ নির্মাণের সঠিক দিশা খুঁজে দিতে কাউন্সিলিং করেন।