Home » ব্যাঙ্গালোরে ত্রিপুরার নার্সিং পড়ুয়াদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

ব্যাঙ্গালোরে ত্রিপুরার নার্সিং পড়ুয়াদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মতবিনিময়

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২৭ ডিসেম্বর।। রাজ্যের প্রচুর সংখ্যক ছেলেমেয়ে ব্যাঙ্গালোরের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করে। পড়াশোনা শেষে কয়েক হাজার ছেলেমেয়ে নানান হাসপাতালে কর্মরত রয়েছে। ব্যাঙ্গালোরে নার্সিং পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। মঙ্গলবার ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হলঘরে ছাত্র ছাত্রীদের সঙ্গে মিলিত হন তিনি। প্রত্যেক ছাত্র ছাত্রীর সঙ্গে কথা বলেন তিনি। তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন আপনাদের মতো ছাত্র যুব সমাজকে নিয়ে নতুন ভারতের স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিগত আট বছর ধরে নিরলস ভাবে কাজ করে ভারতবর্ষকে বৈভবশালী করার দিশায় এগিয়ে নিয়ে চলছেন প্রধানমন্ত্রী। আমরা যে যে-ই পেশায় যুক্ত থাকি না কেন সর্বপ্রথমে আমাদের রাষ্ট্রের প্রতি সমর্পিত থাকতে হবে। এক উন্নত শক্তিশালী ভারত গড়ার কাজ চলছে। এই কাজে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই মাটি তথা জননী জন্মভূমির প্রতি দায়বদ্ধ থাকতে পারলেই আপনি একজন ভালো সেবিকা হতে পারবেন। আপনারা মানুষের সেবা করার জন্য এসেছেন। মানব সেবার মাধ্যমে রাষ্ট্রের সেবায় নিজেদের সমর্পিত করতে হবে।

You may also like

Leave a Comment