Home » চড়িলাম মোটর স্ট্যান্ডের সামনে দুটি গাড়ি মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিহত ১ আহত ৯ জন শ্রমিক

চড়িলাম মোটর স্ট্যান্ডের সামনে দুটি গাড়ি মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিহত ১ আহত ৯ জন শ্রমিক

by admin

চড়িলাম মোটর স্ট্যান্ড সংলগ্ন কো- অপারেটিভ ব্যাংকের পাশে আগরতলা সাব্রুম সড়কে বোলেরু DI ও লড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ১ আহত ৯ শ্রমিক।ঘটনা রবিবার রাত ১১ টায়। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আহত ৯ জন শ্রমিককে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন। জানাযায় চড়িলাম মোটর স্ট্যান্ড সংলগ্ন কো-অপারেটিভ ব্যাংকের পাশে আগরতলা সাব্রুম সড়কে TR01AC1937 নাম্বারে বলেরু DI গাড়ি করে শ্রমিকরা কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে লড়ির সাথে সংঘর্ষ হয় ।ঘটনাস্থলে মৃত্যু হয় জাহাঙ্গীর মিয়া নামে এক শ্রমিকের। মৃত শ্রমিকের বাড়ি চড়িলাম মধ্য চারিপাড়া এলাকায়। আহত শ্রমিকদের উদ্ধার করে নিয়ে আসলে বিশালগড় মহকুমা হাসপাতালে। আহত শ্রমিকরা হলো ফারুক মিয়া,দুলাল সাহা, দীপক শীল,মিলন মিয়া,সুবল মিয়া, সুহেল মিয়া, আব্দুল মিয়া, রিপন মিয়া, নাসির মিয়া, সকলকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক আহত উভয় শ্রমিকদের আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে রাতে ছুটে আসন বিশালগড়ের জনপ্রিয় বিদায়ক সুশান্ত দেব সহ বিশালগড় বিজেপি মন্ডলের সমস্ত মোর্চার কার্যকর্তারা। আহতদের দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। অন্যদিকে দুর্ঘটনায় মৃত জাহাঙ্গীর মিয়ার মৃতদেহ হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয় কতব্যরত চিকিৎসা। হাসপাতালে ছুটে আসে বিশালগড় থানার কপিল পাল সহ বিশাল পুলিশ। ঘটনা নিয়ে বিস্তারিত জানান বিশালগড় মহকুমা হাসপাতালে কতব্যরত চিকিৎসক। ঘটনাস্থলে চলে যায় বিশালগড় থানা পুলিশ অন্যদিকে ঘাতক লড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

You may also like

Leave a Comment