Home » উদয়পুরে ঠান্ডা পানীয় ও জল বিক্রি হচ্ছে চড়া দামে ।

উদয়পুরে ঠান্ডা পানীয় ও জল বিক্রি হচ্ছে চড়া দামে ।

by admin

প্রতিনিধি , উদয়পুর :-ত্রিপুরা এই বছর প্রতিদিন বেড়ে চলেছে গরমের তাপমাত্রা । এর ফলে জরুরী কাজে বের হওয়া সাধারণ মানুষ গরমের হাত থেকে রেহাই পেতে নিজেদের গলায় একটু ভিজিয়ে নেওয়ার জন্য বিভিন্ন নামি ও বেনামী কোম্পানির কখনো পানীয় জল আবার কখনো ঠান্ডা জাতীয় বিভিন্ন কোল্ড্রিংস খেয়ে চলেছে । আর এই সুযোগকে কাজে লাগিয়ে উদয়পুর শহর সহ তার আশপাশ বিভিন্ন চৌহমুনী থেকে শুরু করে ছোট-বড় দোকানগুলিতে ক্রেতাদের পকেট কেটে চলেছে । কুড়ি টাকার জলের বোতল বিক্রি হচ্ছে ২৫ টাকায়। ফ্রিজিং চার্জের নামে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত পাঁচ টাকা করে জলের বোতল থেকে নিয়ে নিচ্ছে দোকান মালিকরা। কখনো এই বিষয়ে প্রতিবাদ করা হলে খারাপ ব্যবহারে লিপ্ত হচ্ছে একাংশ ব্যবসায়ী । এই নিয়ে বাঁক বিতন্ডা বেঁধে যাচ্ছে প্রতিনিয়ত । সাধারণ মানুষ দাবি তুলেছে খাদ্য দপ্তর থেকে যেন এই বিষয়ে প্রতিটি দোকানে অভিযান করা হয় । যদি প্রশাসন থেকে এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয় তাহলে একটা অংশের অসাধু ব্যবসায়ীদের টনক নড়বে । তার কারণ যেভাবে পকেট কেটে চলেছে দিনের পর দিন শুধুমাত্র ঠান্ডা পানীয় ও জলের ফ্রিজিং চার্জের নাম করে। যা সম্পূর্ণ আইনবিরুদ্ধ কাজ করে চলেছে উদয়পুরের একাংশ দোকান ব্যবসায়ীরা । এই ধরনের ঘটনা রীতিমত দিনে ডাকাতি হচ্ছে বলে মনে করছে উদয়পুরের শিক্ষিত মহল।

You may also like

Leave a Comment