প্রতিনিধি মোহনপুর:-এয়ারপোর্ট থানার অন্তর্গত উত্তর রামনগর এলাকায় ওয়ার্টার পাম্প থেকে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেল চোরের দল। এই ঘটনায় এলাকাতে পানীয় জলের সরবরাহের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে। শনিবার সকালে ঘটনা স্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।এয়ারপোর্ট থানা এলাকাতে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। শুক্রবার গভীর রাতে উত্তর রামনগরে জলের পাম্পে হানা দেয় চোরের দল। পাম্প পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে চোরেরা। স্থানীয়দের ধারণা এলাকার কতিপয় অসাধু ব্যক্তি এই কাজের সাথে সরাসরি জড়িত রয়েছে। প্রায় ১৫ দিন আগে স্থানীয় জনতা কতিপয় দুষ্কৃতিকে চুরির ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী লোক ওই অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপরই এই ঘটনা সংগঠিত হয়েছে। স্থানীয়দের দাবি এলাকায় এই ধরনের চুরির ঘটনার রোধ করতে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক।
160
previous post