Home » চার ঘণ্টার মধ্যে পর পর দু’বার কাঁপল লেহ এবং লাদাখ, রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৪.৫

চার ঘণ্টার মধ্যে পর পর দু’বার কাঁপল লেহ এবং লাদাখ, রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৪.৫

by admin

বড়দিনের রাতে প্রথম কম্পনের পর তার কয়েক ঘণ্টার মধ্যে আবারও কাঁপল লাদাখ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪টে ৩৩ মিনিট নাগাদ দ্বিতীয় কম্পন অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ছিল লেহ জেলার থাং গ্রামে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫।

২৫ ডিসেম্বর মাঝরাতে কেঁপে উঠেছিল লাদাখ। কম্পনের উৎসস্থল ছিল জম্মু-কাশ্মীরের কিস্তওয়াড় জেলায় ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। প্রায় চার ঘণ্টার মধ্যে মাঝারি ধরনের পর পর দু’বার কম্পনে লেহ এবং লাদাখে আতঙ্ক ছড়ায়। যদিও এই দু’টি ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি প্রাণহানির খবর পাওয়া যায়নি।

You may also like

Leave a Comment