প্রতিনিধি, তেলিয়ামুড়া প্রতিনিধি।২৬ডিসেম্বর।ভারতীয় জনতা পার্টির উদ্যোগে গুরু গোবিন্দ সিং এর দুই বীর পুত্র শহীদ জোরাবর সিং এবং শহীদ ফতে সিং আত্ম বলিদান দিবস প্রতিপালিত হচ্ছে।
দিকে দিকে ভারতের এই দুই বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন সহ দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা এবং মমত্ববোধ বৃদ্ধি করার আহ্বান ধ্বনিত প্রতিধ্বনিত হয়।
এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে ২৮ তেলিয়ামুড়া বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে বীর বাল দিবসের অঙ্গ হিসেবে বালক বালিকাদের নিয়ে তেলিয়ামুড়ার পথে প্রভাত ফেরী সহ এক মনোজ্ঞ আয়োজন সংঘটিত হয়। এই আয়োজনে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায়, তেলিয়ামুড়া মন্ডলের সহ-সভাপতি নিতীন কুমার সাহা, বিজেপি নেতৃত্ব মধুসূদন রায়, সুমন ঘোষ,বিধান চৌধুরী, প্রজেশ সরকার প্রমুখরা উপস্থিত ছিলেন।
নিজ প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় আজকের এই দিনের তাৎপর্য ব্যাখ্যা করে জোরাবর সিং এবং ফতে সিং-এর আত্মবিলের বলিদানের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং আগামী দিনে সবাই যাতে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধাশীল থাকেন সেই আবেদন রাখেন।
ভারতীয় জনতা পার্টির উদ্যোগে গুরু গোবিন্দ সিং এর দুই বীর পুত্র শহীদ জোরাবর সিং এবং শহীদ ফতে সিং আত্ম বলিদান দিবস প্রতিপালিত হচ্ছে।
226
previous post