Home » তেলিয়ামুড়ায় শুরু হয়েছে নাইট ক্রিকেট

তেলিয়ামুড়ায় শুরু হয়েছে নাইট ক্রিকেট

by admin

প্রতিনিধি, তেলিয়ামুড়া।২৬ ডিসেম্বর।
সুস্থ সংস্কৃতিকে ধরে রাখতে এবং যুব সমাজকে উদ্যিপিত করার চেষ্টা করার কাজে উদ্যোগ নিল বিবেকানন্দ ক্লাব। তেলিয়ামুড়া কালিটিলা বিবেকানন্দ স্কুল মাঠে আয়োজিত সেভেন এ সাইড নাইট নক আউট ক্রিকেট টুর্নামেন্টের মংগলবার সন্ধ্যায় এর উদ্ভোদন হয় ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যানী সাহা রায় এর হাত দিয়ে। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা ক্রিকেট এসোসিয়েশন এর সম্পাদক নন্দন রায়, বিবেকানন্দ দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস, পুর পরিষদের ১৩ এবং ১৪ নং ওয়ার্ডএর কাউন্সিলর ইন্দ্রজিৎ দাস, রঞ্জন মালাকার, বিবেকানন্দ ক্লাবের সভাপতি অশোক দাস সহ অন্যান্যরা। এদিনের এই খেলার উদ্ভোদন করে মুখ্য সচেতক কল্যানী সাহা রায় বলেন, বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে এই খেলা একদিকে মানুষকে যেমন আনন্দ প্রদান করবে, তার পাশাপাশি যুব সমাজকে তার জীবনের মুলশ্রুতে ধরে রাখতে ও সহায়তা করবে। তিনি ক্লাবের উদ্যোগে এই খেলার যথেষ্ট প্রশংসা করেন। টুর্নামেন্টে 18 টি দল অংশ নিচ্ছে। উদ্ভোদনি খেলা অনুষ্ঠিত হয় ডিএম কলোনির জেস্টার এবং কালি টিলা ভয়েজ এর মধ্যে। এই প্রথম দিনের এই খেলা উপভোগ করতে দর্শক ছিল লক্ষনিয়।

You may also like

Leave a Comment