Home » পতিছড়ী মুড়াসিং পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টহয়ে মৃত্যুহলো এক ব্যক্তির।

পতিছড়ী মুড়াসিং পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টহয়ে মৃত্যুহলো এক ব্যক্তির।

by admin

পতিছড়ী মুড়াসিং পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টহয়ে মৃত্যুহলো এক ব্যক্তির।

ঘটনার বিবরনে জানাযায় তুলামুড়া এলাকার বাসিন্দা প্রদীপ সাহার ছেলে তুফাই সাহা শান্তির বাজার মহকুমার পতিছড়ী মুড়াসিং পাড়ায় নিজ অস্থায়ী মুদিদোকানে বিদ্যুৎতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টহয়ে প্রান হারায়। জানাযায় তুফাই সাহা প্রত্যের সাপ্তাহিক বজারবারে মুড়াসিং পাড়ায় নিজ অস্থায়ী মুদী দোকানে বসে। এখন মুড়াসিং পাড়ায় ঐতিয্যবাহী রাস মেলাকে কেন্দ্রকরে কয়েকদিন ব্যাবসাকরার জন্য দোকান সাজিয়ে বসেছে। এরইমধ্যে পাশ্ববর্তী একটি দোকানথেকে নিজ দোকানে বিদ্যুৎ এর সংযোগদিতেগিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে জানাযায়। তুফাই সাহা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অঞ্জানহয়ে পরেযায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনেরা তুফাই সাহাকে চিকিৎসারজন্য বীরচন্দ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েগেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তুফাই সাহাকে মৃতবলে ঘোষনা করে। বিদ্যুৎস্পৃষ্টহয়ে তুফাই সাহার মৃত্যুর কথা সংবাদমাধ্যমের সামনে জানালেন বীরচন্দ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক।

You may also like

Leave a Comment