সিপিএমের প্রাক্তন প্রধান ও উপপ্রধানসহ পাঁচ পরিবারের ১৬ জন ভোটার বাজপায় শামিল। বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে চারদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো জনমত নিজেদের অনুকূলে আনতে বিভিন্ন কর্মসূচি জারি রেখেছে। এক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। ঘর ঘর বিজেপি এই কর্মসূচিকে সামনে রেখে আগামীকাল গোটা রাজ্যের সাথে খোয়াই জেলাতেও মিছিল সমাবেশ সংঘটিত করবে শাসক দল বিজেপি। এরই অঙ্গ হিসাবে শনিবার বিকেলে রামচন্দ্র ঘাট বিধানসভার অন্তর্গত গৌরনগর বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস। জেলা কমিটির সহ-সভাপতি বিনতা সিং, রামচন্দ্রঘাট মন্ডলের মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা, সাধারণ সম্পাদক মনোজ দেব ও অনিমেষ নাগ সহ অন্যান্য নেতৃত্ব। সভায় গৌরনগর গাও সভার প্রাক্তন সিপিআইএম প্রধান ও উপপ্রধান ধবনি মুন্ডা, রামু মুন্ডা, সুশীল মুন্ডা, লক্ষ্মী দত্ত, ও চন্দ্র মনি দত্ত সহ ৫ পরিবারের ১৬ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দরা দলত্যাগীদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাদের দলে বরণ করে নেন।
129
next post