Home » মহকুমা ও জেলা আইনসভার উদ্যোগে আইনি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত।

মহকুমা ও জেলা আইনসভার উদ্যোগে আইনি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত।

by admin

আইনি সচেতনতা শিবির উদ্যোক্তা মহকুমা আইন সেবা কমিটি ধর্মনগর।স্থান বড়ুয়াকান্দি দ্বাদশ মান বিদ্যালয় সভাপতি অরবিন্দ দেব ।প্রধান শিক্ষক বড়ুয়াকান্দি দ্বাদশমান বিদ্যালয় রিসোর্ট পারসন বিকাশ আচার্য আইনজীবী গুপীকান্ত দত্ত পি এল ভি
আইনি সচেতনতা শিবির উদ্যোক্তা জেলা আইনসভা কমিটি উত্তর ত্রিপুরা ধর্মনগর,
সভাপতি বিজয় দেবনাথ প্রধান শিক্ষক রামনগর এসবি স্কুল স্থান রামনগর এসবি স্কুলরিসোর্ট পারসন অংকনা চৌধুরী আইনজীবীসংবিধান হলো একটি দেশের মৌলিক আইন ওই দেশটির স্থান ব্যবস্থার কাঠামো কি রকম হবে আইন সবার ক্ষমতা কি হবে ও বিচার বিভাগের রূপরেখা কি হবে তার একটা সুস্পষ্ট নির্দেশিকা চূড়ান্ত দলিল হলো সংবিধান
সর্বোপরি দেশটির জনগণ কতটা অধিকার বুক করতে পারবে নির্বাচন পদ্ধতি বা কি হবে এবং জরুরি অবস্থা সংবিধানের কার্যকারিতার মাপকাঠি কিভাবে এই সমস্ত বিষয় সংবিধানের লিপিবদ্ধ থাকে দেশকে সঠিকভাবে জানতে হলে সংবিধান সম্পর্কে কিছুটা ধারণা থাকা জরুরী সংবিধান সচেতনতার দেশাত্মবোধককে সু ডিরো করতে সাহায্য করে।
সংবিধান গৃহীত ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর এটি ১৯৫০ সালে কার্য করা হয়েছিল এটি একটি বিশদ সংবিধান। এতে মোট ৩৯৫ টি অনুচ্ছেদ এবং 12 টি তপশিলি রয়েছে যা ২২ টি অধ্যায় বিভক্ত

You may also like

Leave a Comment