প্রতিনিধি মোহনপুর:- রাতের আঁধারে কৃষকের জমির ফসল এবং গাছ কেটে নষ্ট করে দিল দুষ্কৃতী। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অর্থের প্রতি সম্মুখীন কৃষক অমল সিংহ। এই ঘটনাকে কেন্দ্র করে বামুটিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। বৃহস্পতিবার গভীর রাতে কৃষকের উৎপাদিত ফসল নষ্ট করার পাশাপাশি কেটে দেওয়া হয়েছে ফসলের গাছ। এতে সরাসরি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক।ক্ষতিগ্রস্ত কৃষক অমল সিংহ অভিযোগ করেন নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা সংঘটিত হয়েছে। ইতিমধ্যেই বামুটিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। কৃষকের জমির বেগুন এবং লাউ গাছ নষ্ট করে দিয়েছে দুষ্টুদেরা। সবে মাত্র ফলন শুরু হয়েছিল। কৃষকের এই ক্ষতির পেছনে স্থানীয় দুষ্কৃতীরা যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের দাবি এই ঘটনার পেছনে যে বা যারা যুক্ত রয়েছে তাঁদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।
61
previous post