প্রতিনিধি, বিশালগড় , ২৬ মে।। বিশালগড় বিধানসভার ২২ টি স্কুলের ১৬৫৭ জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করবেন বিধায়ক সুশান্ত দেব। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বিজেপির বিশালগড় মন্ডল কমিটি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশালগড় মন্ডল সাধারণ সম্পাদক তপন দাস, অফিস সম্পাদক সূজয় দে, কাউন্সিলর রতন দেব । অফিস সম্পাদক সুজয় দে জানান বিধায়ক সুশান্ত দেব ব্যাতিক্রমি কার্যক্রম হাতে নিয়েছেন। কারণ একসময় পরীক্ষায় নম্বর প্রাপ্তির ক্ষেত্রে সেরাদের সংবর্ধিত করা হতো। কিন্তু বিধায়ক সুশান্ত দেব সকল উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবেন। এই কার্যক্রম গত বছরেও হয়েছিল। এবারও হবে। আগামী ২৮ মে মঙ্গলবার সকাল ১১ টায় বিশালগড় নতুন টাউন হলে এই সংবর্ধনা অনুষ্ঠান “উত্তরসূরী” অনুষ্ঠিত হবে। বিশালগড় বিধানসভায় মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রী রয়েছেন ৮৩৭ জন এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রী রয়েছেন ৮২০ জন। সকলকেই সংবর্ধনা জ্ঞাপন করা হবে। সাধারণ সম্পাদক তপন দাস জানান অনুষ্ঠানে বিধায়ক সুশান্ত দেব ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক প্রমূখ। সকল ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান ভবিষ্যৎ ছাত্র জীবন এবং কর্মজীবন যাতে সফল হয় সেই লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। বিশালগড় বিধানসভার সকল মাধ্যমিক উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার জন্য আহবান জানান বিজেপির কার্যকর্তারা।
207
previous post