প্রতিনিধি, উদয়পুর :-
উদয়পুর ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে শুরু হওয়া স্বর্গীয় মৃণাল কান্তি সাহার স্মৃতিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বুধবার সন্ধ্যায় । উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় । এছাড়া ছিলেন ,
ক্লাবের সভাপতি প্রাণ গোবিন্দ দাস , ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি প্রদীপ সাহা , ক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য জয়পাল কান্তি সাহা ও ক্লাব সম্পাদক কমল জিৎ সাহা সহ প্রমূখ। এছাড়া ছিলেন স্বর্গীয় মৃণাল কান্তি সাহার বড় পুত্র রিন্টু সাহা । দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে রাজ্যের পশ্চিম জেলা বিজয়ী হয় । এদিন বিজয়ীদের হাতে ট্রফি ও দশ হাজার টাকার চেক তুলে দেন বিধায়ক অভিষেক দেবরায়। এইদিন উদয়পুরের হাতে রানার্স কাপ সহ ৮ হাজার টাকার চেক তুলে দেন তিনি । এই দিনের উদ্বোধনী ম্যাচে পুরুষ বিভাগে সারা রাজ্য ১৮ টি দল অংশগ্রহণ করেছিলো । এদিন ফাইনাল ম্যাচের বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন , উদয়পুর ফ্লাওয়ার্স ক্লাব সব সময় খেলাধুলার জগতে উদয়পুরে এগিয়ে । এবছর মৃনাল কান্তি সাহার স্মৃতিতে যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা রাখা হয়েছে তা অত্যন্ত ভালো উদ্যোগ। খেলা কে কেন্দ্র করে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রদের মধ্যে ব্যাপক উৎসাহ আগামী দিনে জন্ম হবে। তার কারণ যেভাবে খেলাধুলা গোটা উদয়পুরকে ঘিরে রেখেছে তাতে করে এই উদয়পুর আগামী দিনে রাজ্যের নাম উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন বিধায়ক অভিষেক দেবরায় । গোটা খেলা কে কেন্দ্র করে খেলোয়াড় থেকে শুরু করে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় ।