Home » সিপাহীজলা প্লে সেন্টার আয়োজিত মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন সিলভার এরো

সিপাহীজলা প্লে সেন্টার আয়োজিত মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন সিলভার এরো

by admin

প্রতিনিধি, বিশালগড়,
২৪ ডিসেম্বর।। সিপাহীজলা প্লে সেন্টার আয়োজিত বাদল লস্কর স্মৃতি অনুর্দ্ধ ১৭ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার। এদিন সিপাহীজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে আয়োজিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এগিয়ে চলো। শুরুটা ভালো করলেও ইনিংসের মোড় ঘুরিয়ে দেয় সিলভার এরোর রিফু দেববর্মা। নবম ওভারে পরপর দুটি বলে দুই উইকেট নিয়ে ওপেনিং জুটি ভাঙেন। এরপর দ্রুত আরও দুটি উইকেট হারায় এগিয়ে চলো। রিফু দেববর্মা এবং এঞ্জেল পালের দুরন্ত বোলিং এগিয়ে চলোর ব্যাটিং লাইন ভেঙে চুরমার করে দেয়। দুজনেই তিনটি করে উইকেট পায়। নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান করতে সক্ষম হয় এগিয়ে চলো। দলের পক্ষে দেবাশ্রিতা চৌধুরী ২৩ সাক্ষী বর্মা ২০ রান করে। মিস ফিল্ডিং এবং অতিরিক্ত রান না দিলে আরও কম রানে আটকে যেতো এগিয়ে চলো। জবাবে খেলতে নেমে ২৬.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলভার এরো। বিজয়ী দলের রিফু দেববর্মা ৩২ এঞ্জেল পাল ২৯ রান করে। এগিয়ে চলোর ভূমিকা ২ টি উইকেট পায়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রিফু দেববর্মা। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় এঞ্জেল পাল। টুর্নামেন্টে সেরা বোলার হয়েছেন অঙ্কিতা পাটারি। চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন অতিথিরা। অভিজ্ঞ আম্পায়ার খোকন ভৌমিক এবং সঞ্জয় দেবনাথ ম্যাচ পরিচালনা করেন। স্কোরবোর্ডে ছিলেন তন্ময় পাল। গোটা টুর্নামেন্টে ধারাভাষ্য দিয়েছেন সুকান্ত ঘোষ। সিপাহীজলা প্লে সেন্টারের সচিব সৈকত লস্কর বলেন প্রথম বারের মতো এই টুর্নামেন্ট করা হয়েছে। প্রতিবছর মেয়েদের দু’টি টুর্নামেন্ট হবে সিপাহীজলা প্লে সেন্টারের উদ্যোগে। এই প্লে সেন্টার নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে মেয়েদের ক্রিকেটের প্রতি আকৃষ্ট করছে। এই প্লে সেন্টারে ৩৫ জন মেয়ে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। অনুর্দ্ধ ১৫ রাজ্য দলে স্থান পেয়েছে দু’জন মেয়ে। এদিন ক্রিকেটার অর্পণ ভট্টাচার্য এবং তার বাবা রাজেশ ভট্টাচার্য সিপাহীজলা প্লে সেন্টারের হাতে কিছু ক্রিকেট খেলার সরঞ্জাম তুলে দেন। এছাড়া টুর্নামেন্ট সেরা ক্রিকেটার এঞ্জেল পালের পিতা চন্দন পাল সিপাহীজলা প্লে সেন্টারের মেয়ে ক্রিকেটারদের জন্য জার্সি তুলে দেন।

You may also like

Leave a Comment