Home ত্রিপুরা উদয়পুরে দুইটি যান দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

উদয়পুরে দুইটি যান দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

by admin
0 comment 96 views

প্রতিনিধি , উদয়পুর :-

২০২৩ সালের বছরের শেষের দিকে এসে উদয়পুরে যেন বেড়ে চলেছে গাড়ি ও বাইকের দুর্ঘটনা । শনিবার দুপুরে প্রথম দুর্ঘটনাটি ঘটে উদয়পুর পোল্ট্রি রোড এলাকায় । জানা যায়, বাইক চালক প্রসেনজিৎ দেবনাথ বাড়ি যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে সোজা পড়ে যান সরকারি ড্রেনে । বিকট শব্দ হওয়ার পর এলাকাবাসীরা আশপাশের বাড়ি থেকে বের হয়ে দেখতে পান এই ধরনের দুর্ঘটনা । তার অবস্থা বেগতিক দেখে তাকে তড়িঘড়ি জিবি হাসপাতালে রেফার করা হয় উদয়পুর জেলা হাসপাতাল থেকে এমনটাই এলাকা সূত্রের খবর । পরে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ যাত্রীবাহী একটি ওয়াগনার গাড়ি নেতাজি সুভাষ ব্রিজ সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটির সাথে দুর্ঘটনাগস্ত হয় । হতাহতের খবর না থাকলেও ব্যাপক ক্ষতি হয় গাড়িটি । জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় এই ধরনের গাড়ি দুর্ঘটনার ফলে রীতিমতো ব্যাপক যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে । অপরদিকে বিকেল সাড়ে তিনটা নাগাদ উদয়পুর নবশক্তি ক্লাব সংলগ্ন জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ে একটি মোটর বাইক । মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পায় দুই বাইকের চালক । দিনভর গোটা উদয়পুরে ছোট-বড় যান দুর্ঘটনা এদিন ঘটে যাওয়ার ফলে একটা সময় আতঙ্ক ছড়ায় গোটা উদয়পুর শহর জুড়ে । সাধারণ মানুষের ধারণা ব্যস্ততম শহরে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রতিমুহূর্তে এই ধরনের দুর্ঘটনার মুখে পড়তে হয় মানুষকে যা রীতিমত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা উদয়পুরবাসী থেকে শুরু করে পুলিশ ও ট্রাফিক মহলের কাছে ।

Related Post

Leave a Comment