Home » ১২ হাজার ৪০০ গাঁজা গাছ ধ্বংস করলো পিআর বাড়ি পুলিশ

১২ হাজার ৪০০ গাঁজা গাছ ধ্বংস করলো পিআর বাড়ি পুলিশ

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

নেশা বিরোধী অভিযান প্রতি সপ্তাহে জারি রেখেছে দক্ষিণ ত্রিপুরার পিআরবাড়ি থানার পুলিশ তথা ওসি রতন রবি দাস । শনিবার গভীর রাতে পিআরবাড়ি থানার অন্তর্গত রামনগর আউটপোস্ট , ৬৯ নং বিএসএফের ব্যাটেলিয়ান ও বনদপ্তরকে সাথে নিয়ে পিআর বাড়ী থানার ওসি ঘোষপাড়া লেইক পাড়া এবং চিতল খেল এলাকায় গাঁজা গাছ বিরোধী অভিযান চালানো হয় । এই গাঁজা বিরোধী অভিযানে সর্বমোট ১২ হাজার ৪০০ গাছ কেটে ফেলা হয়। পরে জঙ্গল জাতীয় সামগ্রী দিয়ে সমস্ত গাছ আগুনে পুড়িয়ে দেওয়া হয় এদিন। এছাড়া এই এলাকায় আর কোন জায়গায় এই ধরনের অবৈধ গাঁজা গাছ চাষ করা হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ । এদিন সর্বমোট কোটি টাকার উপরে ছাড়িয়ে যাবে গাঁজার বর্তমান বাজার মূল্য । এমনটাই মনে করছে পুলিশ । যেভাবে পিআর বাড়ি থানার ওসি রতন রবিদাস থেকে শুরু করে তার থানায় থাকা অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে যেভাবে নেশা বিরোধী ও গাঁজা বিরোধী অভিযান প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে তাতে করে নেশা পাচারকারীদের মধ্যে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে বর্তমান সময়ে দাঁড়িয়ে । সূত্রের দাবি আগামী দিনে থানায় এক প্রকার তাদের এসে আত্মসমর্পণ করতে হবে যেভাবে চারদিকে পুলিশ চাপ বাড়িয়ে তুলেছে তাদের উপর। এদিন গাঁজা বিরোধী অভিযানকে কেন্দ্র করে সচেতন মহল থেকে সুনাম কুড়িয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পুলিশরা ।

You may also like

Leave a Comment