Home » অকালে ঝরে গেল সদ্য মাধ্যমিক পাশ করা ছেলে রোহন মালাকার।

অকালে ঝরে গেল সদ্য মাধ্যমিক পাশ করা ছেলে রোহন মালাকার।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
সকলের মত বেড়ে উঠা পশ্চিম গ্রামপাশার ছেলে রোহন মালাকার। বাবা দীপক মালাকার। অন্যান্য সহপাঠী বন্ধুদের মত সদ্য কৈশোরে পা দেওয়া রোহন দৌড়ঝাঁপ সাঁতার সবকিছুতেই পারদর্শী ছিল। রবিবার সে তার এক বন্ধুর সাথে বীর বিক্রম ইনস্টিটিউশনের সুইমিংপুলে সাঁতার কাটতে যায়। বন্ধু কে বলেছিল সুইমিংপুলে সাঁতার কেটে স্নান শেষ করে বাড়িতে যাবে। কিন্তু সাঁতার কাটতে কাটতে হঠাৎ করে সে অস্বস্তি অনুভব করতে থাকে। যেন শ্বাস বন্ধ হয়ে আসছিল। অন্যান্য বন্ধুরা দৌড়ে গিয়ে তাকে জলে ডোবার আগে তুলে আনে এবং তারাই উত্তর জেলা হাসপাতালে রোহনকে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বাড়ি থেকে খবর পেয়ে যখন অন্যরা আসে তার পূর্বে রোহনের নিথর দেহ মৃত্যুর কোলে ঢলে পড়ে। কর্তব্যরত চিকিৎসকরা জানায় দুপুর ১:৩০ মিনিটে রোহনকে তার বন্ধুরা নিয়ে আসে। বাড়ির মানুষ খবর পেয়ে ছুটে আসে কিন্তু ততক্ষনে রোহান আর নেই। হাসপাতালে মধ্যে কান্নার রোল ছড়িয়ে পড়ে। তবে হঠাৎ করে কেন রোহনের শ্বাসকষ্ট হচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই কেন মৃত্যুর কোলে ঢলে পড়ল তা ময়নাতদন্তে বেরিয়ে আসবে বলে চিকিৎসক মহলের ধারণা। আপাতত ময়নাতদন্তের জন্য রোহনের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

You may also like

Leave a Comment