Home » দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক যুবক।

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক যুবক।

by admin
দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক যুবক। মৃত যুবকের নাম গনেশ সরকার। বাড়ি খোয়াই এর মধ্য সিংগী ছড়া গ্রামে। দুর্ঘটনাটি ঘটে রবিবার সকাল দশটায় শিঙি ছড়া 2 নং পেক্সের বাজারে। বেপেরুয়া ভাবে বাইক চালানোর ফলেই এই দুর্ঘটনা বলে অভিমত প্রত্যক্ষদর্শীদের। ঘটনার বিবরণে জানা যায় আজ সকাল দশটায় গণেশ তার নীজ পালসার বাইক নিয়ে ২ নং পেক্সের বাজারের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আরো একটি বাইক নিয়ে দুই যুবক দ্রুত বেগে আস ছিল। একটি বাঁকে মোড় নিতে গিয়ে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে যায় গনেশ এবং গুরুতর জখম হয় সে। প্রত্যক্ষদর্শীরা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি গঠতে থাকায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেন। কিন্তু আগরতলা যাবার পথে গণেশ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে দুর্ঘটনার পর দুই যুবককে আটক করে বাইকটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা এবং পরবর্তী সময়ে তাদের খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দুর্ঘটনায় যুবকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা গ্রামের মানুষ।

You may also like

Leave a Comment