Home » ছেলেমেয়েরা কোথায় আছে তা-ই জানেন না নওয়াজ়, এ দিকে অধিকার চাইছেন! কী করবেন আলিয়া?

ছেলেমেয়েরা কোথায় আছে তা-ই জানেন না নওয়াজ়, এ দিকে অধিকার চাইছেন! কী করবেন আলিয়া?

by admin

সন্তানদের ভরণপোষণের ভার চাইছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। এ দিকে জানেনই না তাঁর সন্তানেরা আদৌ দেশে আছে না বাইরে! সেই অভিযোগ তুলেছেন তাঁর প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকি। সন্তানদের নিজের কাছেই রাখতে চান তিনি। এর সঙ্গে জড়িয়ে গিয়েছে সম্পত্তি সংক্রান্ত বিবাদও। আলিয়ার অভিযোগ, নওয়াজ়ের মা এসে বাড়ি অধিকার করার চেষ্টা করছেন। সেই বাড়িতে ছেলেমেয়েদের নিয়ে রয়েছেন আলিয়া। সব মিলিয়ে নওয়াজ়ের সঙ্গে আলিয়ার দাম্পত্যকলহ তুঙ্গে। অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আলিয়া।বিবাহবিচ্ছেদের প্রস্তুতি শুরু হয়েছিল আগেই। ২০০৯ সালে আগের স্বামীকে ছেড়ে এসে আলিয়া বিয়ে করেন নওয়াজ়কে। তাঁদের দুই সন্তান হয়। বর্তমানে কন্যা শোরার বয়স ১২ বছর। পুত্র ইয়ানির বয়স ৭। তাঁদের নিয়ে দুবাই চলে গিয়েছিলেন আলিয়া। তিন জনেই তাঁরা দুবাইয়ের নাগরিক। সেখানেই পড়াশোনা করত শোরা আর ইয়ানি। তবে ২০২২ সালে আলিয়া আবার ছেলেমেয়েকে নিয়ে ভারতে ফেরেন। মুম্বইয়ে আন্ধেরির বাংলোয় থাকতে শুরু করেন। নওয়াজ়ের মা সেই বাংলো অধিগ্রহণ করতে চাইলে তাঁর বিরুদ্ধে মামলা ঠুকে দেন আলিয়া। এর পরই সাম্প্রতিক সমস্যার সূত্রপাত। দুবাইতে পরিচারিকাকে গৃহবন্দী রেখে আসারও অভিযোগ ওঠে নওয়াজ়ের বিরুদ্ধে। তবে ‘সেক্রেড গেমস’-এর অভিনেতার দাবি, তিনি জানতেন না কে কোথায় আছে। ভেবেছিলেন ছেলেমেয়েরাও দুবাইতেই আছে।

You may also like

Leave a Comment