প্রতিনিধি, বিশালগড়, ২৫ ফেব্রুয়ারি।। সাংবাদিক তথা বিশালগড় প্রেস ক্লাবের সদস্য আশিস মিয়ার মাতৃবিয়োগ ঘটেছে। শুক্রবার ভোরে কমলাসাগরের ফুলতলীস্থিত নিজ বাসভবনে আশীসের মাতৃদেবী সোফিয়া বেগম শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫। তিনি স্বামী তিন পুত্র এক কন্যা পুত্রবধু নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় পরিজন রেখে চিরবিদায় নিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি মধুমেহ রোগে ভুগছিলেন। ভিন রাজ্যে নিয়ে বেশ কয়েকবার চিকিৎসার পরেও সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব হয়নি। অবশেষে জীবন যুদ্ধে হার মানলেন। শনিবার সকালে বিশালগড় প্রেস ক্লাবের সদস্যরা গিয়ে প্রয়াত সুফিয়া বেগমকে পুষ্পস্তবক দিয়ে অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে বিশালগড় প্রেস ক্লাব। সেই সঙ্গে শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন প্রেস ক্লাবের কর্মকর্তারা।
107
previous post