Home » প্রচন্ড নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে আগরতলা পাঠানো হলো এল এল এফ টি বি এম গোষ্ঠীর জঙ্গি বিধু দেববর্মাকে।

প্রচন্ড নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে আগরতলা পাঠানো হলো এল এল এফ টি বি এম গোষ্ঠীর জঙ্গি বিধু দেববর্মাকে।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
এক এক করে যারা স্বাধীন ত্রিপুরার স্বপ্ন দেখেছিল স্বাভাবিক জীবন ছেড়ে অস্ত্র তুলে নিয়েছিল তারা বুঝতে পেরে পুনরায় স্বাভাবিক জীবনে চলে আসছে। কেউ কেউ আত্মসমর্পণ করছে কেউ আবার অনায়াসে পুলিশের হাতে ধরা দিচ্ছে। উদ্দেশ্য একটাই শান্তি সম্প্রীতি বজায় রেখে সাধারণ জীবন যাপন করা। তারা যে স্বাধীন ত্রিপুরার স্বপ্ন দেখেছিল তা বাস্তবে একটি আলেয়া ছাড়া কিছুই নয়। তাই ভ্রান্ত একটা মতাদর্শের পেছনে না ঘুরে স্বাভাবিক জীবনে ফিরে আসার সিদ্ধান্ত এক এক করে নিয়ে চলেছে। এমন ই এল এল এফ টি বিশ্ব মোহন গোষ্ঠীর জঙ্গি বিধু দেববর্মা কে আসামের সুতারকান্দি বিওপি থেকে ত্রিপুরা পুলিশ গ্রেপ্তার করে শুক্রবারে ধর্মনগর থানায় নিয়ে আসে। বিধু দেববর্মা (৫১ বছর) বাংলাদেশের জেলে দীর্ঘদিন যাবত বন্দি ছিল বলে জানা গেছে। তার বাড়ি খোয়াই মহকুমার দেবেন্দ্র চৌধুরী পাড়া এলাকায় অর্থাৎ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। শনিবার সকালে প্রচন্ড নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে আগরতলার উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়। সেখানে উদ্ধাতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

You may also like

Leave a Comment