Home » বিশ্রামগঞ্জে জেলা ভিত্তিক জাতীয় ভোটার দিবস উদযাপন

বিশ্রামগঞ্জে জেলা ভিত্তিক জাতীয় ভোটার দিবস উদযাপন

by admin

প্রতিনিধি, বিশালগড় , ২৫ জানুয়ারি ।। সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে ১৩ তম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। বুধবার বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন সাংস্কৃতিক কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা শাসক ড: সন্দীপ আর রাঠোর। এছাড়া উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিক প্রতুল কুমার ভক্ত। অনুষ্ঠানে নতুন ভোটাররা উপস্থিত ছিলেন। জাতীয় ভোটার দিবসে এবারের স্লোগান “আমার ভোট আমার পছন্দ “। অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে ভোটার পরিচয়পত্র তুলে দেন অতিথিরা। এছাড়া একজন প্রবীণ ভোটার প্রতুল ভক্ত এবং একজন নতুন ভোটারকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের স্বাগত ভাষণ রাখেন ডি সিএম প্রসেনজিৎ দাস। জেলা শাসক ড: সন্দীপ আর রাঠোর নতুন ভোটারদের বলেন আপনারা এখন ভোটাধিকার পেয়েছেন। এটা আপনার সাংবিধানিক অধিকার। অধিকার যেমন ভোগ করবেন, ঠিক তেমনি নাগরিক হিসেবে কর্তব্য পালন করতে হবে। তিনি শান্তিপূর্ণ ভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। শুধু প্রশাসনের পক্ষে অবাধ নির্বাচন করা সম্ভব হবে না। এক্ষেত্রে দরকার সকলের সহযোগিতা।

You may also like

Leave a Comment