Home » নাবালিকা বিয়ে করলেন প্রৌঢ় , উদ্ধার করে প্রশাসন

নাবালিকা বিয়ে করলেন প্রৌঢ় , উদ্ধার করে প্রশাসন

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২৫ ডিসেম্বর।। বিশালগড় নারাউড়ার দুলাল মিঞার কাণ্ডজ্ঞানহীন কান্ডে ছি ছি রব পড়েছে। তার বয়স পঞ্চান্ন । এখনো বিয়ের সখ মিটেনি। এক চৌদ্দ বছরের নাবালিকাকে বিয়ে করে ঘরে তুলেছেন এই নরাধম দুলাল মিয়া। সে পেশায় এস পি ও জওয়ান। প্রথম স্ত্রী মারা গিয়েছে কিছু দিন আগে। তার দুই ছেলে রয়েছে। এক ছেলে বিদেশে কাজ করে। অপর ছেলে বিয়ে করে সংসার করছে। ৫৫ বছরের দুলাল দ্বিতীয় বার বিয়ে করেন কলমচৌড়া থানাধীন রহিমপুর এলাকার চৌদ্দো বছরের এক নাবালিকাকে। এ ঘটনা জানাজানি হতেই রবিবার বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস এর নেতৃত্বে বিশালগড় মহিলা থানার পুলিশ ইন্সপেক্টর মিতা দত্ত সহ চাইল্ড লাইনের কর্মীরা চন্দ্রনগরে দুলাল মিয়ার বাড়িতে হাজির হয়। প্রশাসনের আনাগোনা টের পেয়ে নাবালিকাকে লুকিয়ে রাখে দুলাল। পুলিশ তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়। মেয়েটিকে উদ্ধার করে চাইল্ড লাইনের কর্মীরা বিশালগড় গোকুলনগর স্থিত অভয় মিশনে পাঠিয়ে দেয়। দুলাল মিঞা সহ নাবালিকা মেয়েটির বিয়ের সাথে জড়িত দুই মহিলাকে আটক করে বিশালগড় মহিলা থানার পুলিশ । সোমবার শিশু সুরক্ষা কমিশনে নাবালিকা মেয়েটির মা বাবাকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে । মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান নাবালিকাকে তার অভিভাবকদের হাতে তুলে দেয়া হবে। দুলাল মিয়া সহ বিয়ের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

You may also like

Leave a Comment