প্রতিনিধি কৈলাসহর:-বিজেপি দলের প্রবাদ প্রতিম নেতৃত্ব তথা একসময়ের রাজ্য সহ-সভাপতি প্রয়াত সন্তোষ দেবরায়ের প্রয়ান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয় কৈলাসহরে।এক আবেগঘন পরিবেশে দিনভর নানান অনুষ্টানের মধ্য দিয়ে দলের একসময়কার অভিভাবক সন্তোষ দেবরায়ের প্রয়ান দিবস পালিত হয়।পুর পরিষদের ১৪ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে ওয়ার্ড অফিস প্রাঙ্গনে এই প্রয়ান দিবস পালিত হয়।প্রয়ান দিবসকে কেন্দ্র করে প্রয়াত সন্তোষ দেবরায়ের রাজনৈতিক সাথীরা সহ দলের পুরনো কার্যকর্তারা এবং দলের নতুন প্রজন্মের কার্যকর্তাদের যৌথ উপস্থিতিতে স্মরনসভা অনুষ্টান সম্পন্ন হয়েছে।উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন সন্তোষ দেবরায়ের রাজনৈতিক সাথী বিধান দাস, দীপক ভট্টাচার্য,গৌরা চাঁদ অধিকারী,বিমল কর,হিমাংশু দাশ,রমেন সিনহা,নন্দ লাল দে,কৈলাসহর মন্ডলের প্রাক্তন সভাপতি দূর্গা চরন দেব, অমৃত ভট্টাচার্য,৫২চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের সর্বকালীন বিস্তারক মোহি ভুষন চক্রবর্তী,প্রয়াত সন্তোষ দেবরায়ের সহধর্মিণী তথা কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়,কৈলাসহরের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত,মন্ডল সহ-সভাপতি প্রশান্ত দে, জেলা সম্পাদক অরুণ সাহা, মিলন দাস,প্রশান্ত মিত্র সহ আরও অনেক গুনীজনেরা এবং সমাজসেবীরা। অনুষ্টানের শুরুতেই প্রয়াত সন্তোষ দেবরায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপস্থিত সকলেই।অনুস্টান চলাকালীন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সদস্য তথা প্রয়াত সন্তোষ দেবরায়ের রাজনৈতিক সাথী বিধান দাস কথা বলতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে ভাষা হারিয়ে ফেলেন।বিধান বাবু জানান যে,দীর্ঘ ত্রিশ বছর প্রয়াত সন্তোষ দেবরায়ের সাথে থেকে রাজনীতি করেছেন এবং উনি বিজেপি দল সম্পর্কে যতটুকু জেনেছেন এবং শিখেছেন তা সবকিছুই প্রয়াত সন্তোষ দেবরায়ের কাছ থেকেই শিখেছেন।বিধান দাস আরও জানান যে,প্রয়াত সন্তোষ দেবরায় শুধুমাত্র বিজেপি দলই নয় বিজেপি দলের পাশাপাশি রাস্ট্রীয় স্বংয় সেবক এবং হিন্দু পরিসদেরও জন্ম দিয়েছিলেন কৈলাসহরে।প্রয়াত সন্তোষ দেবরায়কে আজও অনুসরন করেন বলে জানান।প্রয়াত সন্তোষ দেবরায় বিজেপি দলের জন্য যে কাজ করে গেছেন গোটা রাজ্যে এমন দ্বিতীয় ব্যক্তি খুজে পাওয়া যাবে না বলেও বিধান বাবু জানান।অনুষ্টানে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে প্রয়াত সন্তোষ দেবরায়ের রাজনৈতিক সাথী দীপক ভট্টাচার্য জানান যে,প্রয়াত সন্তোষ দেবরায়কে আজও ভুলা যায় নি এবং যাবেও না। প্রয়াত সন্তোষ দেবরায় অমর হয়ে কৈলাসহরবাসীর কাছে থাকবেন।প্রয়াত সন্তোষ দেবরায় হিন্দুত্বের জন্য উনার মৃত্যু অব্দি নিরলস ভাবে কাজ করে গেছেন।প্রয়াত সন্তোষ দেবরায় মনেপ্রানে চাইতেন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রে পরিনত হউক কিংবা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতবর্ষের নাম ঘোষণা করার লক্ষেই প্রয়াত সন্তোষ দেবরায় নিরলসভাবে কাজ করে গেছেন।দীপক ভট্টাচার্য আশাবাদী আগামী দিনে নিশ্চয়ই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রে পরিনত হবে এবং প্রয়াত সন্তোষ দেবরায়ের আত্মার শান্তি পাবে বলে দীপক বাবু জানান।অনুষ্টানে এলাকার বিশিষ্ট সমাজসেবী নন্দ লাল দে জানান যে,প্রয়াত সন্তোষ দেবরায়ের সাথে উনার বন্ধুত্ব সম্পর্ক ছিলো উনার।প্রয়ান দিবসে প্রয়াত সন্তোষ দেবরায়ের সাথে উনার একটা স্মৃতি খুব মনে হচ্ছে বলে জানান যে,১৯৭৮সালে আগরতলায় সান্ডু রেস্টুরেন্টে একসাথে তিনদিন ছিলেন। এই স্মৃতিটা খুব মনে হচ্ছে। আজকের দিনে প্রয়াত সন্তোষ দেবরায় আমাদের মাঝে নেই কিন্তু আমি বেঁচে আছি।এটা বিশ্বাসই হচ্ছে না।প্রতিকৃতিতে মাল্যদানের পর পুর পরিসদের ১৪ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে নরনারায়ণ সেবাও করানো হয়।প্রয়াত সন্তোষ দেবরায়ের ১১ তম প্রয়ান দিবসে ছিলেন প্রয়াত সন্তোষ দেবরায়ের পুত্র তথা আইনজীবী সন্দীপ দেবরায়।
122
previous post