Home » বিশালগড়ের মুখউজ্জ্বল করেছে রামজয় এবং সৌম্যদীপ

বিশালগড়ের মুখউজ্জ্বল করেছে রামজয় এবং সৌম্যদীপ

by admin

 প্রতিনিধি, বিশালগড় , ২৪ মে।। বিশালগড়ের মুখউজ্জ্বল করেছে রামজয় সাহা এবং সৌম্যদীপ ভৌমিক। টিবিএসই পরিচালিত মাধ্যমিক পরিক্ষায় সেরা দশের সম্ভাব্য মেধা তালিকায় স্থান করে নেয় বিশালগড়ের বিবেকানন্দ শিশু নিকেতনের এই দুই ছাত্র। এ বছর মাধ্যমিকের সম্ভাব্য মেধা তালিকায় চতুর্থ স্থান দখল করে রামজয় সাহা। তার প্রাপ্ত নম্বর ৪৯১ । পিতা তপন সাহা পেশায় সব্জি ব্যবসায়ী এবং মাতা রাখি দাস সরকারি স্কুলের শিক্ষিকা। পড়াশোনার পাশাপাশি অঙ্কন শিক্ষা, আবৃত্তি এবং ক্রিকেট খেলতে ভালোবাসে সে। ভবিষ্যতে আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় এই মেধাবী ছাত্র। অন্যদিকে একই বিদ্যালয় থেকে মেধা তালিকায় সম্ভাব্য নবম স্থান দখল করে সৌম্যদীপ ভৌমিক। তার প্রাপ্ত নম্বর ৪৮২, পিতা খোকন ভৌমিক পেশায় গৃহ শিক্ষক, মাতা শিখা ভৌমিক গৃহিণী । বড় হয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হতে চায় সৌম্যদীপ।

You may also like

Leave a Comment