প্রতিনিধি, উদয়পুর :- শুক্রবার রাতে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড উদয়পুরের বিভিন্ন এলাকা। ধ্বজনগর ছাতারিয়া রোডে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে । তখন রাস্তায় কোনো মানুষ না থাকার ফলে খুঁটিটি সম্পূর্ণ রাস্তার ওপর উপরে পড়ে। বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ। ঘূর্ণিঝড়ের সাথে সাথে উদয়পুর মহকুমার সমস্ত জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ দপ্তর । যেভাবে শুক্রবার সকাল থেকে গরমের তাপমাত্রা বেরিয়ে চলেছিল এর ফলে সাধারণ মানুষ ঘরবন্দী হয়ে পড়ে। তীব্র গরমে নাজেহাল হয় জনজীবন। কিন্তু শুক্রবার সন্ধ্যা রাতের ঝড় বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস নেমে আসে জনমনে। বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া অনুযায়ী জানা গিয়েছে বহু জায়গায় ছোট বড় গাছ পড়েছে । আবার কোথাও ছোটখাটো ঘরের চাল উড়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়ে। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই একদিকে সামাজিক মাধ্যমে বিভিন্ন মানুষ তাদের মতামত প্রকাশ করে বৃষ্টি কে নিয়ে । আর অন্যদিকে এই বৃষ্টিকে উপভোগ করে প্রকৃতি প্রেমি সাধারণ মানুষ ।
73
previous post