প্রতিনিধি মোহনপুর:-বামুটিয়াতে নতুন সাব সিড সেন্টার চান চাষিরা। সম্প্রতি বামুটিয়া কৃষি মহকুমা এলাকার অন্তর্গত বেড়ীমুড়াতে সিড সাব সেন্টারের মেরামতের কাজ শুরু হয়েছে। দীর্ঘ বছর আগে এই সেন্টার নির্মাণ করা হয়েছিল। বর্তমানে ইট বালি খসে পড়ছে। ভেঙ্গে গেছে দরজা জানালা। এই পরিস্থিতিতে পরিষেবা দিয়ে যাচ্ছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। এলাকার কৃষকরাও এই ভবনটির বিপদজনক অবস্থার মধ্যেই প্রতিদিন পরিষেবা নিচ্ছেন। সম্প্রতি এর মেরামতের কাজ শুরু হয় এলাকার কৃষকরা বৃহস্পতিবার দাবি করেন সরকার এই সেন্টারটিকে মেরামত করে অর্থ অবচয় না করে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করুক। কারণ এই পাকা বাড়িটি মেরামত করলেও দীর্ঘ বছর পুরানো হওয়ায় যে কোন ভূমিকম্পে ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় কৃষকরা দাবি করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী এই বিষয়টিতে গুরুত্ব দিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে।
104