Home বিনোদন অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে নিত্য টানাপড়েন, ক্যামেরার সামনে কেঁদেই ফেললেন মালাইকা!

অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে নিত্য টানাপড়েন, ক্যামেরার সামনে কেঁদেই ফেললেন মালাইকা!

by admin
0 comment 84 views

গত বছরের মাঝামাঝি সময় থেকে বলিপাড়ায় অর্জুন কপূর ও মালাইকা অরোরার বিচ্ছেদের গুঞ্জন। গত বছরই শোনা গিয়েছিল, যুগলের এত বছরের সম্পর্কে নাকি চিড় ধরেছে। অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সমাজমাধ্যমের পাতায় ‘আনফলো’ পর্যন্ত করে দেন মালাইকা। তাতেই সম্পর্কের সমীকরণ নিয়ে সন্দেহ আরও বেড়ে যায়। চলতি বছরে মালাইকার জন্মদিনেও তাঁর পাশে দেখা যায়নি অর্জুনকে। এমনকি, ওনাম, দীপাবলির মতো উৎসবেও একাই বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছে মালাইকা। তার মাস খানেক পরে কানাঘুষো শোনা যায়, কয়েক মাস আগেই নাকি মতানৈক্যের কারণে চুপিসারে বিচ্ছেদের পথে হেঁটেছেন মালাইকা ও অর্জুন। কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-এ এসেও মালাইকা ও তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাননি অর্জুন। তবে সম্প্রতি এক গাড়িতে দেখা গিয়েছে দুই বলিউড তারকাকে। ফের কাছাকাছি এসেছেন তাঁরা, এই গুঞ্জনের মধ্যেই ফের ক্যামেরার সামনে কেঁদে ভাসালেন মালাইকা।

সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ের সেটে শুটিং চলাকালীন কান্নাকাটি জোড়েন মালাইকা। তবে কি অর্জুনের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের কারণেই নিজের আবেগকে সামলাতে পারলেন না অভিনেত্রী? ঘটনা আদপে তা নয়। এক পারফর্মারের নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন মালাইকা। তাঁর পারফরম্যান্স দেখে বলিউডে নিজের প্রথম দিকের দিনগুলোর কথা মনে পড়ে গিয়েছিল অভিনেত্রীর। নিজের লড়াইয়ের কথা ভেবেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মালাইকা।

১৯৯৮ সালে সলমন খানের ভাই আরবাজ় খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মালাইকা। ২০১৬ সালে সেই সম্পর্কে চিড় ধরে। ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ় এবং মালাইকা। তার বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা। বয়সে ১২ বছরের ছোট অর্জুনের কপূরের সঙ্গে তাঁর সমীকরণ তত দিনে বলিপাড়ার ‘ওপেন সিক্রেট’। ২০১৯ সালে শেষ পর্যন্ত সমাজমাধ্যমের পাতায় নিজেদের সম্পর্কে সিলমোহর দেন মালাইকা এবং

Follow us on:Save:

Advertisement

Related Post

Leave a Comment