Home » পাহাড়ে কমলা উৎসবের ব্যাপক সাড়া ফেললেন জনজাতিরা

পাহাড়ে কমলা উৎসবের ব্যাপক সাড়া ফেললেন জনজাতিরা

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

শুক্রবার সকালে বাগমা বিধানসভার অন্তর্গত কিল্লা তৈবাকলাই মলসম পাড়ায় রাজ্য ভিত্তিক কমলা উৎসবের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ । এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জামাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়,ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব অপূর্ব রায় , গোমতী জেলা শাসক টি.কে চাকমা, ত্রিপুরা সরকারের কৃষি পরিচালক সরদিন্দু দাস , কিল্লা আর.ডি ব্লকের বিএসসি চেয়ারম্যান বাগান হরি মলসম , বিশিষ্ট সমাজ সেবক জয় কিশোর জামাতিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ । মন্ত্রী রতন লাল নাথ বলেন, জম্পুই পাহাড়ে প্রথম কমলা উৎসব শুরু হলেও এখন আর শুধু জম্পুই নয়, জম্পুইজলা এবং কিল্লায়ও কমলা উৎসব যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এই রাজ্যের কুইন আনারসের পাশাপাশি উৎপাদিত কমলাও অত্যন্ত সুস্বাদু এবং যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে।করেছে। জম্পুই পাহাড়ের মত বড়মুরা পাহাড়ও ক্রমেই কমলা পাহাড় হিসেবে চিহ্নিত হবে । এদিন কিল্লা ব্লক এলাকার কমলা চাষীদের মধ্যে এগ্রিকালচার দপ্তরের পক্ষ থেকে কৃষি যন্ত্রপাতি চাষীদের হাতে তুলে দেওয়া হয় এবং মেলাতে কমলা চাষীদের ও জনজাতিদের ঐতিহ্যবাহী হস্ত তাঁতের বস্ত্র স্টল মন্ত্রী রতন লাল নাথ সহ সরজমিনে পরিদর্শন করেন সকল অতিথিরা ।

You may also like

Leave a Comment