Home » অটল স্মৃতি ফুটবলে জয়ী মশাউলী বেস্ট ইলেভেন

অটল স্মৃতি ফুটবলে জয়ী মশাউলী বেস্ট ইলেভেন

by admin

প্রতিনিধি কৈলাসহর:-নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবং ফুটবল প্রেমী দর্শকদের আনন্দ প্রদানের লক্ষে মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে শুরু হওয়া অটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট সিজন ফোর এর দ্বিতীয় দিনে পানিসাগর স্পোর্টস স্কুল বনাম নিউ জেনারেশন এফ সি এই দুই দলের প্রতিযোগিতায় নিউ জেনারেশন এফ সি জয়লাভ করে।ফুটবলপ্রেমী দর্শকদের আনন্দ উল্লাস এবং সম্মিলিত চিৎকারে মুখরিত হয়ে ওঠে ফুটবল প্রাঙ্গন।আজ এই ময়দানে মশাউলী বেস্ট এলিভেন ও নালকাটা রাইজিং স্টার এর মধ্যে জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।খেলার শেষ মুহূর্তে পেনাল্টি গোলে জয়ী হয়েছে মশাউলি বেস্ট ইলেভেন।

You may also like

Leave a Comment