উত্তরপ্রদেশে এক বাইকচালককে চাপা দিয়ে পালাল অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় ওই বাইকচালকের। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে আমরোহা জেলায়।
স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুরাদ আলি নামে এক ব্যক্তি বাইক চালিয়ে জোয়া-আমরোহা রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। সেই সময় মাসুদপুর নওয়াদা গ্রামের কাছে পুলিশের একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার ধার ধরেই আসছিলেন আলি। আচমকাই পিছন থেকে পুলিশের একটি গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁকে। বাইক নিয়ে ছিটকে পড়েন আলি।
আমরোহার পুলিশ সুপার আদিত্য লাঙ্গে বলেন, “২২ জুন বিকেলে নীলরঙা একটি সরকারি গাড়ি এক ব্যক্তিকে চাপা দেয়। গাড়ি এবং তার চালকের খোঁজ চালানো হচ্ছে।” তবে গাড়িটি অতিরিক্ত পুলিশ সুপারের, এ বিষয়টি স্পষ্ট করেননি আমরোহার পুলিশ সুপার।