প্রতিনিধি, বিশালগড়, ।। নানা সংস্কৃতির ঐতিহ্যে গৌরবান্বিত ভারত। হাজার হাজার বছর ধরে লোভাতুর বিদেশি সংস্কৃতি আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আজও মাথা উঁচু করে ভারতের গৌরবময় সংস্কৃতি বিচরণ করছে সকল ভারতীয়দের হৃদয়ে। ভারত সরকার আমাদের নিজস্ব সংস্কৃতি প্রচার প্রসারে আন্তরিক। শুধু কাগজ কলম ভাষণে নয় । কার্যক্ষেত্রে বাস্তবায়িত হচ্ছে সংস্কৃতি প্রসারের ভাবনা। উত্তর পূর্ব ভারত আজ অষ্টলক্ষীর সম্মান পেয়েছে। গোটা দেশে আজ পরিচিত পেয়েছে উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি। উত্তর পূর্ব ভারতের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার কাজ করছে ভারত সরকারের উত্তর পূর্ব আঞ্চলিক সংস্কৃতি কেন্দ্র। বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর কাজ’ও করছে নর্থ ইষ্ট জোন্যাল কালচারাল সেন্টারে। বৃহস্পতিবার বিশালগড়ে উঠে এলো আস্ত ভারতের সংস্কৃতি। এদিন বিশালগড় নিউ টাউন হলে ভারতকে জানুন শীর্ষক অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতির প্রতিচ্ছবির প্রতিফলন ঘটে। নর্থ ইষ্ট জোন্যাল কালচারাল সেন্টারে এবং ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ আয়োজন এক মনোরম সংস্কৃতির মিশেল কয়েক ঘন্টার জন্য বিনোদন এবং উপলব্ধির সাতকাহন বুনে দিয়েছে। ১১ টি রাজ্যের সংস্কৃতি একই মঞ্চে হাজারো দর্শকের মন জয় করে নেয়। এদিন সন্ধ্যা রাতে আনন্দঘন আবহে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশিষ্ট সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক, দপ্তরের জেলা আধিকারিক পাঞ্চালী দেববর্মা সহ স্থানীয় সংস্কৃতির বিকাশ যাত্রার অগ্রপথিকগন। ভাষণে উদ্বোধন বিধায়ক সুশান্ত দেব বলেন বিশালগড়ের সংস্কৃতির বিকাশে যাবতীয় প্রয়াস নেওয়া হয়েছে। একসময় বিদেশি সংস্কৃতির বাহকদের বদান্যতায় আমাদের নিজস্ব সংস্কৃতি দাবিয়ে রাখার ষড়যন্ত্র হয়েছে। সংস্কৃতির অঙ্গনে রাজনীতির ছোঁয়া লাগিয়েছে। সেই অমানিশা কাটবে। আমাদের সংস্কৃতি বিকাশে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। সরকারের পাশাপাশি সমাজের সকল নাগরিকদের আন্তরিকতায় গৌরবময় ইতিহাস সংস্কৃতি পরম্পরা যতোদিন পৃথিবী থাকবে ততোদিন মাথা উঁচু করে থাকবে। এদিন উত্তর পূর্ব ভারতের সবগুলি রাজ্য সহ ১১ টি রাজ্যের শিল্পীরা দলগত নৃত্যের মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। হলভর্তি দর্শকের হাততালি কুড়ায় আগত শিল্পীরা।
105