Home » টিবি হারবে দেশ জিতবে স্লোগানে বিশালগড়ে বিশ্ব যক্ষা দিবস পালন

টিবি হারবে দেশ জিতবে স্লোগানে বিশালগড়ে বিশ্ব যক্ষা দিবস পালন

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২৪ মার্চ।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২০২৫ সালের মধ্যে যক্ষা মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন। সেই লক্ষ্য পূরণে সারা দেশে চলছে বিশেষ যক্ষা রোগ নির্মূলীকরণ অভিযান। শুক্রবার ছিল বিশ্ব যক্ষা দিবস। এ উপলক্ষে বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রথমে এক সাংবাদিক সম্মেলনে মহকুমার যক্ষা রোগ নির্মূলীকরণে গৃহীত কর্মসূচি নিয়ে আলোচনা করেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জে এম দাস। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, অতিরিক্ত মহকুমা শাসক ত্রিদিপ সরকার, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আধিকারিক ডাঃ দীপ দেববর্মা। মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জে এম দাস বলেন ২০২৫ সালের মধ্যে যক্ষা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে যক্ষা রোগী সনাক্তকরণে বিশেষ অভিযান শুরু হয়েছে। আজ থেকে আগামী ২১ দিন স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রোগী চিহ্নিত করবে। কফ পরিক্ষার ব্যবস্থা করবে। তিনি বলেন যক্ষা রোগের পরিক্ষা এবং চিকিৎসা বিনামূল্যে হয়। সঠিকভাবে ঔষধ সেবনে রোগী নির্দিষ্ঠ সময়ে সুস্থ হয়ে যায়। তিনি বলেন যক্ষা নিয়ে আতঙ্কের কোন কারণ নেই। জনসচেতনতা বৃদ্ধি করার ওপর জোর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। যক্ষা রোগ মুক্ত ভারত গড়ার অভিযানে সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া এদিন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিকের মিলনায়তনে আয়োজিত যক্ষা রোগ বিষয়ে সচেতনতামূলক সেমিনারে ব্যপক সাড়া পরিলক্ষিত হয়। বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লক্ষ স্থির করে দিয়েছেন। ২০২৫ সালের মধ্যে যক্ষা মুক্ত ভারত গড়তে হবে। মনে রাখবেন চিকিৎসায় যক্ষা রোগী সুস্থ হয়ে যায়। কিন্তু সময়মতো চিকিৎসা না হলে রোগীর মৃত্যু হতে পারে। তাই আসুন সবাই মিলে যক্ষা মুক্ত ভারত গড়ার অভিযানে সামিল হই।

You may also like

Leave a Comment