Home » কল্যাণপুর আরক্ষা প্রশাসনের উদ্যোগে আজ ঘিলাতলী বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক প্রয়াস কর্মসূচি প্রতিপালিত হয়।

কল্যাণপুর আরক্ষা প্রশাসনের উদ্যোগে আজ ঘিলাতলী বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক প্রয়াস কর্মসূচি প্রতিপালিত হয়।

by admin

নেশার বিরুদ্ধে ছাত্রসমাজকে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করার পাশাপাশি সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সচেতনতা তৈরি করে এগিয়ে যাওয়ার বিশেষ আহবানে কল্যাণপুর আরক্ষা প্রশাসনের উদ্যোগে আজ ঘিলাতলী বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক প্রয়াস কর্মসূচি প্রতিপালিত হয়।
এই প্রয়াস কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক কৃপেশ দেব। শুরুতেই নেশার ভয়াবহতার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন বিদ্যালয়ের শিক্ষক দিলীপ বিশ্বাস। শ্রী বিশ্বাস আগামী দিনে নেশার বার বারন্ত রুখতে ছাত্রসমাজকে দায়িত্ব সহকারে এগিয়ে আসার আহ্বান রাখেন। প্রয়াস কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে কল্যাণপুর প্রেস ক্লাবের সম্পাদক রাজীব ঘোষ বর্তমান সময়ে নেশার বার বার বাড়ন্ত কিভাবে সামাজিক বৈষম্যকে বিষিয়ে তুলছে সে বিষয়ে আলোকপাত করার পাশাপাশি নেশার মাধ্যমে যে সমাজের ভবিষ্যৎ ক্রমান্বয়ে গভীর অন্ধকারের দিকে ধাবমান হচ্ছে সেই বিষয়ে সকলকে সজাগ এবং সতর্ক হওয়ার আহ্বান রাখেন। আগামী দিনে সরকারের আহবানের সাথে তাল মিলিয়ে নেশা মুক্ত রাজ্য করার জন্য শ্রী ঘোষ ছাত্র-ছাত্রীসহ সমস্ত অংশকে নিজ নিজ মত করে দায়িত্ব নেওয়ার আহ্বান রাখেন। এই প্রয়াস কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে কল্যাণপুর থানার আধিকারিক তাপস মালাকার প্রয়াস কর্মসূচি সম্পন্ন করার ক্ষেত্রে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা সহযোগিতার হাত সম্প্রসারিত করায় সংশ্লিষ্ট সকলকে প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি নেশাসহ বিভিন্ন সামাজিক অপসংস্কৃতি কিভাবে আমাদের সমাজকে ধ্বংস করছে সেই বিষয়ে গভীর উৎকণ্ঠ প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে সকলকে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেন। এই প্রয়াস কর্মসূচি থেকে কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার ছাত্র-ছাত্রী সহ সংশ্লিষ্ট সকলকে নেশার বিরুদ্ধে জাগরিত হওয়ার পাশাপাশি বাল্যবিবাহ সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা নেওয়ার আবেদন রাখেন। এই প্রয়াস কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যাতে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় সে বিশেষ লক্ষ্যকে সামনে রেখে কল্যাণপুর আরক্ষা প্রশাসনের তরফ থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে দুটা ভলিবল তুলে দেওয়া হয়।
এই গোটা কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কল্যাণপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি রাখাল ভট্টাচার্য, সহ-সম্পাদক কৃপেশ শীল, শিক্ষক প্রসেনজিৎ দাস প্রমুখরা।

You may also like

Leave a Comment