114
যাতে যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করে সুস্থ সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে। এরই লক্ষে
ত্রিপুরা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর আয়োজিত
ব্লক ভিত্তিক “খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা” অভিযানের অঙ্গ হিসাবে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এক বিশেষ সচেতনতা মুলক অনুষ্ঠানের হয় বৃহস্পতিবার। উদ্যোক্তা তেলিয়ামুড়া আর ডি ব্লক। তেলিয়ামুড়া আর ডি ব্লকের উদ্যোগে চাকমাঘাট বাজারে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এর সূচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৯ কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক ডঃ অতুল দেববর্মা, তেলিয়ামুড়া ব্লকের বে এ চি চেয়ারম্যান ওয়ানলাল রাংখল, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ, তেলিয়ামুড়া সাবডিভিশন স্পোর্টস অফিসার ধরনী প্রমুখ।