Home » গতকাল খোয়াই এর সিঙ্গি ছড়া এলাকায় দুই রাজনৈতিক দলের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যায় তার পরিপ্রেক্ষিতে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

গতকাল খোয়াই এর সিঙ্গি ছড়া এলাকায় দুই রাজনৈতিক দলের মধ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যায় তার পরিপ্রেক্ষিতে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

by admin

উভয় রাজনৈতিক দল সিপিআইএম ও শাসক দল বিজেপি এর পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে গতকালকের ঘটনার ব্যাপারে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। কিন্তু থানা কর্তৃপক্ষ রাজনৈতিক দলের বক্তব্যকে কোন প্রকার সুযোগ না দিয়ে পুলিশ স্ব-উদ্যোগে একটি মামলা গ্রহণ করেছে।Khowai P/S Case no. 86/2022. U/S. 147/149/325/506 IPC and 82 of Tripura Police Act. এই ধারায় মামলা গ্রহণ করে রাতেই পুলিশ রাখাল দাস নামে এক সিপিআইএম সমর্থককে গ্রেফতার করেছে আজ ধৃতকে মাননীয় আদালতে হাজির করা হলে আদালত রাখাল দাসকে জামিনে মুক্তি দিয়ে দেয়। গতকালকের রক্তক্ষয়ী সংঘর্ষের ব্যাপারে সিপিএম দলের পক্ষে প্রাক্তন বিধায়ক পবিত্র কর অভিযোগ করে বলেন পুলিশের বৈধ অনুমতি নিয়ে পাঁচদফা দাবিতে তাদের পদযাত্রা মিছিল শুরু হয়েছিল দলীয় কার্যালয় থেকে। মিছিল সিঙ্গিছড়া এলাকায় পৌঁছতেই শাসকদলের কিছু দুষ্কৃতিকারী মিছিলে হামলা চালায়। দলের কর্মী সমর্থকরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। অপরদিকে বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার অভিযোগ করে বলেন হর গড় বি জে পি কর্মসূচি। এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে যুব মোর্চার কর্মীরা এলাকায় তাদের প্রচার সজ্জার কাজ করছিল। এমন সময় সিপিআই(এম) দলের একটি মিছিল দুর্গানগর থেকে আসছিল। মিছিল থেকে সিপিআই(এম) দুষ্কৃতিকারীরা, রড, লাঠি, ইট, পাটকেল নিয়ে পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে যুব মোর্চার কর্মীদের উপর হামলা চালায়। এই হামলার পরিপ্রেক্ষিতে যুব মোর্চার মোট ১২জন কর্মী রক্তাক্ত জখম হয়। আমরা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে লিখিত আবেদন করেছি।

You may also like

Leave a Comment