ধর্মনগর প্রতিনিধি। ২৩ শে জুন রবিবার ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে অনুষ্ঠিত হয় ত্রিপুরা – বনাম আসাম দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে ৪০ ঊর্ধ্ব খেলোয়ারদের নিয়ে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট। বিকাল ৪:২৫ মিনিটে ধর্মনগর মর্নিং ক্লাব ১১ বনাম ভেটেরান এফ সি শিলচর এর মধ্যে এই প্রীতি টুর্নামেন্ট শুরু হয়।
টুর্নামেন্টের শুরুতেই উভয় দল পরস্পরের প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠে । অবশেষে প্রথমার্ধের খেলাতেই ভেটারান এফসি ধর্মনগর মর্নিং ক্লাবকে ভ্যাট ইদান এফসি শিলচরের ১০ নম্বর জার্সি পরিহিত মিহির রায় ১৭ মিনিটের মাথায় প্রথম গোল দেন। দ্বিতীয় দলটি হয় ৩২ মিনিটের মাথায় গলটি দেন ৫ নাম্বার জার্সি পরিহিত প্রসেনজিৎ সিংহ। পরপর দুটি গোল খেয়ে বিপর্যস্ত হয়ে পড়ে প্রতিপক্ষ ধর্মনগর মর্নিং ক্লাবের খেলোয়াড়রা । প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের শুরুতে ধর্মনগর মর্নিং ক্লাব প্রতিপক্ষ ভেটারান এফসি বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠলেও সঠিকভাবে কৌশল করতে না পারায় দ্বিতীয়ার্ধে কোন গোল কোনপক্ষই করতে পারেনি। ফলে সম্পূর্ণ খেলাটি ২-০ গোলে শেষ হয়। খেলার জয় ছিনিয়ে নেয় ভেটারান এফসি শিলচর। ভেটেরান এফ সি খুব সুন্দর খেলা পরিবেশন করে ফুটবল প্রেমীদের মুগ্ধ করে । মনোরম ৪০ উর্ধ প্রীতি টুর্নামেন্টটি উপভোগ করতে মাঠে ছিল কৌতুহলি ফুটবল প্রেমীদের ভিড়।
খেলার জয় ছিনিয়ে নেয় ভেটারান এফসি শিলচর।
122