Home » লোকসভা নির্বাচনে আগে শেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মিলিত হলেন উত্তর জেলার শাসক।

লোকসভা নির্বাচনে আগে শেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মিলিত হলেন উত্তর জেলার শাসক।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
বুধবার বিকাল পাঁচটায় সরব প্রচার শেষ হতে চলেছে। সরব প্রচার শেষ হওয়ার ঠিক দুই ঘন্টা আগে বুধবারে বিকাল ৩ঃ০০ টায় জেলাশাসকের কনফারেন্স হলে সাংবাদিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক ছাড়লেন উত্তর জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। জেলাশাসক জানান বুধবার বিকাল পাঁচটা থেকে 27 এপ্রিল সকাল ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। অর্থাৎ একসাথে পাঁচ জনের বেশি যাতায়াত করতে পারবে না। কোন ধরনের আগ্নেয়াস্ত্র লাঠি লোহার রড এইসব নিয়ে চলাচল করা নিষিদ্ধ বলে বিবেচিত হবে। প্রতিটি পোলিং বুথের ২০০ মিটার এর মধ্যে সিএপিএফ, পুলিশ, মিডিয়া পার্সন, নির্বাচনের কাজে নিযুক্ত কর্মচারীরা ,সাধারণ প্যাসেঞ্জার এবং বিজনেস যাদের রয়েছে তারাই শুধুমাত্র যাতায়াত করতে পারবে বাকি সবাই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। যারা সরকারি নিয়ম নীতি মানবে না তারা ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের জন্য দায়ী থাকবে। ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশন এর ময়দান পানিসাগরের পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গণ এবং কাঞ্চনপুরের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আগামীকাল ভোট কর্মীরা এবং নিরাপত্তা কর্মীরা যার যার কাজের সকাল থেকে যাওয়া শুরু করবে। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ড্রাইডে ঘোষণা করা হয়ে গেছে। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান পুলিশ এবং প্যারামেলিটারি প্রতিদিন বিভিন্ন ধরনের চেকিং হোটেল চেকিং ছাড়া মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করে চলেছে। যারা ভোট প্রদানের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করতে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জেলা পুলিশ সুপার জানান।

You may also like

Leave a Comment