প্রতিনিধি , উদয়পুর :-পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সরব প্রচারের শেষ দিন ছিল বুধবার। বিকাল চারটায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার শেষ হয় । এদিন বিকেল সাড়ে তিনটা নাগাদ গোমতীর জেলা শাসকের কনফারেন্স হলঘরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় । এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন , গোমতী জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, গোমতী পুলিশ সুপার নমিত পাঠক ও অতিরিক্ত পুলিশ সুপার , তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা মনোজ দেববর্মা সহ প্রমূখ । এই দিনের সাংবাদিক সম্মেলনে গোমতি জেলা শাসক জানান , আজ বিকেল পাঁচটা থেকে চালু হচ্ছে ১৪৪ ধারা গোমতী জেলার পূর্ব ত্রিপুরা আসনে অধীন অমরপুর , করবুক, অম্পি বিভিন্ন গ্রামীন এলাকায় । জেলাশাসক জানান ঐ সকল এলাকায় ছয়টি বিলেতি মদের দোকান আজ বিকেল পাঁচটা থেকে আগামী দুইদিন পর্যন্ত বন্ধ থাকবে । ভোট কেন্দ্রে ২০০ মিটারে ঐদিন রাজনৈতিক দল থেকে কোন জমায়েত করা যাবে না বলে এদিন স্পষ্ট বার্তা দেন জেলা শাসক । সেই সাথে আগামীকাল অমরপুর স্কুল ময়দান ও করবুক এস ডি এম অফিস থেকে ভোট কর্মীরা প্রতিটি ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন । পূর্ব ত্রিপুরা আসনের এই ভোটকেন্দ্র গুলিতে মোতায়েন করা হবে সিআরপিএফ , পুলিশ সহ বিএসএফ মোতায়েন করা হবে । সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার নমিত পাঠক বলেন , যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য প্রশাসন সর্বাত্মকভাবে তৈরী রয়েছে । সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন থেকে সর্বাত্মকভাবে সাহায্য করা হচ্ছে এবং সাধারণ ভোটারদের যাতে তীব্র তাপদাহে কোন ধরনের সমস্যা না হয় সেজন্য পানীয় জল থেকে শুরু করে ছাউনি পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশন থেকে ।
103