Home » শান্তির বাজারে অনুষ্ঠিত যুব উৎসব।

শান্তির বাজারে অনুষ্ঠিত যুব উৎসব।

by admin

শান্তির বাজার প্রতিনিধি, এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বকাফা ব্লক, জোলাইবাড়ী ব্লক ও শান্তির বাজার পৌর পরিষদের যুবক যুবতিদের নিয়ে অনুষ্ঠীত হয় যুব উৎসব। শান্তির বাজার মহকুমাশাসক ও স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্দ্যোগে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠীত হয়। আজকের এই অনুষ্ঠানের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য। উদ্ভোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাস্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, এসিস্টেন্ট ডাইরেক্টার স্পোর্টস এন্ড ইয়ুথ এফেয়ার্স এর মিহির শীল, শান্তির বাজার পৌর পরিষদের কাউন্সিলর নেপাল চন্দ্র দাস সহ অন্যান্যরা। আজকের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মহকুমা শাসক উদাহরনের সহিত যুবকদের প্রতি বার্তা প্রদানকরেন। যুবক সমৃদ্ধ হলে দেশ সমৃদ্ধ হবে। একটি রাজ্য এবং দেশ যুবকদের সমৃদ্ধ তার মধ্যেই এগিয়ে চলে। যুবশক্তি নিজেদের প্রতিভা বিকাশের মাধ্যমে দেশ এবং রাজ্যের নাম উজ্জ্বল করতে পারে ।মহকুমা শাসকের সুন্দর উদাহরনে অনুষ্ঠানমঞ্চে সকলে মুগ্ধ হয়ে যায়। অপরদিকে মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যের উদ্দ্যেগে যুবসমাজকে সঠিকদিশায় চলার জন্য স্বাস্থ্য দপ্তরের কর্মীরকে দিয়ে কিভাবে নেশামুক্ত থাকা যায় ও নেশাগ্রস্থহলে কি কি ক্ষতির সম্মুখিন হয় তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরলেন। মূল লক্ষ্য যুবসমাজকে নেশার এই গ্রাসথেকে মুক্তরাখা। এইচিন্তাভাবনাকে সামেনে রেখে যুব উৎসবের কিছু সময় নেশামুক্ত যুবসমাজ গরেতুলতে মহকুমাশাসক প্রয়াস চালিয়েগেছেন। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে দুইটি ব্লক ও শান্তির বাজার পৌর পরিষদথেকে আগত যুবক যুবতিদের মধ্যে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীতা অনুষ্ঠীত করা হয়। প্রতিযোগীতায় অংশগ্রনকারীদেরমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃত্বীয় স্থানাধিকারীদের আগামীকাল বিলোনীয়ায় জেলাভিত্তিক প্রতিযোগীতা অনুষ্ঠীত করা হবে। যুব উৎসবে আগত শিল্পীরা বিভিন্ন নাচ এবং গানের মাধ্যমে অনুষ্ঠানকে আনন্দমুখর করে তোলেন। এক কথায় বলা চলে আজকের এই মহাকুমা ভিত্তিক যুব উৎসব কে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

You may also like

Leave a Comment