Home » সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হাত ধরে মতিনগর বিদ্যালয়ে নবনিমিত ভবনের দ্বার উদঘাটন

সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হাত ধরে মতিনগর বিদ্যালয়ে নবনিমিত ভবনের দ্বার উদঘাটন

by admin

প্রতিনিধি
কমলাসাগর ২৩ ডিসেম্বর :-

সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী হাত ধরে কমলাসাগর মতিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত লাইব্রেরী সাইন্স ল্যাবরেটারি ভবন এবং বাইসাইকেল স্ট্যান্ডের শুভ উদ্বোধন শুক্রবার সকাল 11 ঘটিকায়। রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রত্যেকটি স্কুলের শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে রাজ্য বর্তমান সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। প্রতিনিয়ত ও রাজ্যের প্রত্যেকটি জেলা ও ব্লক স্তরে শিক্ষার উন্নয়নে বিভিন্ন প্রকল্প তৈরি করে যাচ্ছেন তারই অঙ্গ হিসাবে শুক্রবার সকাল 11 ঘটিকায় বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত কমলাসাগর মতি নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নবনির্মিত ও লাইব্রেরী সাইন্স লেবরেটাটি ভবন এবং বাইসাইকেল স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মাননীয়া মন্ত্রী সান্তনা চাকমা, সিপাহীজলা জেলা উত্তরের বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, কমলাসাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, স্কুল এস এম সি কমিটির চেয়ারম্যান স্বপন মিয়া, স্কুলের প্রধান শিক্ষক শিবচরণ দেববর্মা, সহ স্কুলের ছাত্র-ছাত্রী এস এম সি কমিটি ও অভিভাবকরা। রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে শিক্ষার মান একধাপ এগিয়ে মতি নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আলোচনা করেন সমাজকল্যাণ দপ্তরে মাননীয় মন্ত্রী সান্তনা চাকমা। পরবর্তী সময়ে মন্ত্রীর হাত ধরে ৫৭ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রী আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন বিগত দিনে স্কুলের মধ্যে সঠিক পরিষেবা বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিটি বিদ্যালয়ে ল্যাবরেট ও সাইন্স ল্যাবরেটর শুরু করে শিক্ষার্থীদের নানান সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment