ধর্মনগর।
২২শে ডিসেম্বর সন্ধ্যা পাচ ঘটিকায় উওর জেলার পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় পাঁচ দিন ব্যাপি জেলা ভিওিক হস্ততাত বস্ত্রমেলা২০২২/২৩ এর শুভ উদ্ভোদনী অনুষ্টান।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে উক্ত মেলার শুভ শুচনা করেন পানিসাগর বিধানসভার মাননীয় বিধায়ক বিনয় ভুষন দাস।সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সন্জয় দাস।এছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগরের বিধায়িকা মলিনা দেব নাথ মহুদয়া, উওর জেলার মাননীয় জেলা সভাধিপতি ভবতোষ দাস,পানিসাগর মহকুমা শাসক সুভাষ আচার্যী,পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনন্জয় দেব নাথ,ইন্ড্রাস্টি স্টেন্ডিং কমিটির চেয়ারম্যান প্রশান্ত দেব নাথ,জেলা পরিষদ সদস্যা মৌসুমি দেব নাথ,পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষিকান্ত দাস সহ অগনিত দর্শক বৃন্ধরা।উক্ত হস্ততাত ও বস্র মেলায় অংশ গ্রহণ করেন উওর জেলার মোট পঁচিশটি বিভিন্ন ক্লাস্টার,পূর্বাসা,তন্ত শিল্প সমবায় সমিতি,স্বসয়ায়ক দল গুলো।এরা তাদের তৈরি বিভিন্ন ধরনের হস্ততাত সামগ্রীর পসরা সাজিয়ে দোকান খোলেছেন।বর্তমান যান্ত্রিক সভ্যতায় যন্ত্রের সাথে সঙ্গতি রেখে চলমান হস্ততাত শিল্প আজ বিলুপ্তির পথে।লুপ্তপ্রায় শিল্পকলা এবং এর সাথে ওতপ্রতভাবে জড়িয়ে থাকা শিল্পীদের বাচিয়ে রাখতে এই ধরনের মেলার আয়োজন।পাচদিন ব্যাপী মেলা কে কেন্দ্র করে প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে জেলার বিভিন্ন এলাকা থেকে সাংস্কৃতিক সংস্থা গুলোর পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা।পরিশেষে অনুষ্টান শেষে প্রতিটি হস্ততাত সামগ্রীর স্টল পরিদর্শন করেন উপস্থিত অতিথিরা।
উওর জেলার পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় পাঁচ দিন ব্যাপি জেলা ভিওিক হস্ততাত বস্ত্রমেলা
99