Home » রক্তদানে এগিয়ে আসলো সরকারি ডাক্তার : প্রশংসায় পঞ্চমুখ বিধায়কগন

রক্তদানে এগিয়ে আসলো সরকারি ডাক্তার : প্রশংসায় পঞ্চমুখ বিধায়কগন

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না। সকলের কাছে এই রক্ত হচ্ছে একটি অমূল্য সম্পদ। রক্তদানের চেয়ে বড় উপহার আর কিছু হয় না। একজন রক্তদাতার রক্তদানের মাধ্যমে একজন নয়, আরও তিন-চারজন মানুষ উপকৃত হতে পারেন। আজ উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে কনফারেন্স হলে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের গোমতী জেলা কমিটির উদ্যোগে আয়োজিত জেলা ভিত্তিক কনফারেন্স কাম রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন উদয়পুর জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। রক্তদান শিবিরে অতিথিরা রক্তদাতাদের সাথে মিলিত হয়ে তাদের উৎসাহ দান করেন।
রক্তদান শিবিরের উদ্বোধন করে সভাধিপতি আরও বলেন, বর্তমান সময়ে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল। রক্তের এই চাহিদা এবং যোগানের মধ্যে অসমতা দূর করতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতাল গুলিতে জনসাধারণকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে রক্তের স্বল্পতা দূর করতে রাজ্যের মানুষ যেভাবে এগিয়ে এসেছেন তা রক্তদানকে এক জনজাগরণে পরিণত করেছে। মানুষ মানুষের জন্য তা প্রমান করেছে। অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গোমতী জেলা কমিটি পক্ষ থেকে আজকের দিনে এধরণের রক্তদান কর্মসূচি গ্রহণ করায় সভাধিপতি দেবল দেবরায় তাদের ধন্যবাদ জানিয়েছেন। এই ধরনের উদ্যোগ আগামীদিনেও অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন, রক্তের কোনও ধর্ম, লিঙ্গ বা রাজনৈতিক রং হয় না। রক্তদান মনে করিয়ে দেয় আমরা সবাই এক। রক্ত যাতে কোনও ভাবে নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে সমতা বজায় রাখতে হবে।
এছাড়া অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায়, বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস এসোসিয়েশন গোমতী ডিভিশনের সভাপতি ডক্টর বিশ্বজিৎ পাল, অর্গানিজিং সেক্রেটার ডক্টর সৌমিক চক্রবর্তী, গোমতী জেলার চিফ মেডিকেল অফিসার কমল রিয়াং, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ কনক চৌধুরী, অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. প্রদীপ কুমার দেববর্মা সহ অন্যান্যরা। অল ত্রিপুরা গভর্নমেন্ট ডাক্তার এসোসিয়েশন গোমতী জেলা কমিটির মোট ৫১জন কর্মচারী আজ রক্তদান করেন। ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডাক্তার এসোসিয়েশন গোমতী ডিভিশনের উদ্যোগে আজ এ রক্তদান শিবির কর্মসূচি শুরু হয়েছে। এই দিন জেলা শাখার পঞ্চম বার্ষিকী সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয় । সম্মেলনের মধ্য দিয়ে সর্ব সম্মতি ক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় ‌ । নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডাক্তার বিশ্বজিৎ পাল , সহসভাধিপতি ডক্টর জয়দ্বীপ দেববর্মা ও ডাক্তার সুকান্ত সাহা । কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন ডাক্তার সৌমিক চক্রবর্তী ও অডিটর ডঃ অজয় দাস ‌ । আগামী ৮ ই মার্চ এটি জিডিএ রাজ্য শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এই উপলক্ষে গোটা রাজ্যেই সাংগঠনিক কর্মসূচি শুরু হয়েছে ।

You may also like

Leave a Comment