Home » কিলিমাঞ্জারো জয় করলেন ত্রিপুরার পারমিতা

কিলিমাঞ্জারো জয় করলেন ত্রিপুরার পারমিতা

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ২২ জানুয়ারি:- মঙ্গলবার ছিল ‘স্টেট হুড ডে’। আর এদিনই খবর আসে, ত্রিপুরার আগরতলার নিবাসী পারমিতা সরকার কিলিমাঞ্জারো অভিযান সম্পূর্ণ করেছেন। ভারতের পতাকা বুকে নিয়ে দাঁড়িয়ে আছেন ত্রিপুরার পারমিতা সরকার কিলিমাঞ্জারোর চূড়ায়। এ এক অস্বাভাবিক অনুভূতির বিষয় I ত্রিপুরা তথা ভারতবাসীর গর্বের বিষয় I হয়তো তিনি ত্রিপুরার প্রথম মহিলা, যিনি বিশ্বের সাতটি বৃহত্তম শৃঙ্গের মধ্যে একটি অন্যতম বৃহত্তম শৃঙ্গ কিলিমাঞ্জারো অভিযান সম্পূর্ণ করলেন I তার এই সাফল্যে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব সকলেই অত্যন্ত খুশি ও গর্বিত।

You may also like

Leave a Comment