Home » ভার্চুয়ালি উদয়পুরে আইতরমা পেট্রোলিয়াম এজেন্সি এর দ্বারুদ্ঘাটন করেন l

ভার্চুয়ালি উদয়পুরে আইতরমা পেট্রোলিয়াম এজেন্সি এর দ্বারুদ্ঘাটন করেন l

by admin

উদয়পুর প্রতিনিধি : রবিবার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সাহা আগরতলা রবীন্দ্র ভবন থেকে ভার্চুয়ালি উদয়পুরে আইতরমা পেট্রোলিয়াম এজেন্সি এর দ্বারুদ্ঘাটন করেন lউদয়পুর ছনবন এলাকায় ভারত সরকার ও এইচ পি সি এল এর যৌথ উদ্যোগে আয়োজিত এই পেট্রোল পাম্প উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যাক্ষ রাম প্রসাদ পাল l এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতি জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, এইচ পি সি এল এর আঞ্চলিক ম্যানেজার রাহুল কুমার সিংহ, টি এস সি সি এফ এর চেয়ারম্যান টুটন দাস l
ত্রিপুরা বিধানসভার উপাধ্যাক্ষ রাম প্রসাদ পাল বলেন, রাজ্যে এই প্রথম সরকারি উদ্যোগে পেট্রোল পাম্প চালু হচ্ছে l রাজ্যে এরকম ২০টি পেট্রোল পাম্প গড়ে তোলা হবে l ২ বছর আগে এক চুক্তির মধ্য দিয়ে রাজ্যে এরকম পেট্রোল পাম্প গড়ে তোলার সিদ্ধান্ত হয় l তিনি আরও বলেন, কপারেটিভ হল জনগণের আন্দোলন l কপারেটিভ গ্রামকে উন্নত করে l কিছুদিনের মধ্যে উদয়পুরে আরও একটি আইতরমা ডিপার্টমেন্টাল স্টোর গোমতী জেলায় গড়ে তোলা হবে l এদিন উদ্বোধন শেষে নিজ হাতে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এই পাম্পের প্রথম ক্রেতা বিপ্লব দে -কে পেট্রোল দিয়ে তার শুভ সূচনা করেন।

You may also like

Leave a Comment