ধর্মনগর প্রতিনিধি। শনিবার পানিসাগর মহকুমার আর সি পি ই এর যে অত্যাধুনিক ট্রাক করা হয়েছে তা পরিদর্শন করেন রাজ্যের যুব এবং ক্রিড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গী ছিলেন উত্তর জেলা স্পোর্টস এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অমিত কুমার যাদব। টিংকু রায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর একান্ত প্রয়াসে এই অত্যাধুনিক ট্র্যাক ফিল্ডটি বাড়ানো হয়েছে। রাজ্য ইতিমধ্যেই বেশ কিছু ছেলেমেয়ে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে বিশেষ কৃতিত্ব অর্জন করেছে। বিশেষ করে যোগা এবং বিভিন্ন খেলায় ছেলেমেয়েরা এগিয়ে এসেছে। ছেলে মেয়েদের সহ দিতে রাজ্যে একটি বিশ্বমানের ট্র্যাক ফিল্ড গঠন করা হয়েছে। এই রেখে একই সাথে দৌড়ের এবং ফুটবলের ব্যবস্থা রাখা হয়েছে। ২৯ জুন এই মাঠটি উদ্বোধন করার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু অনিবার্য কারণবশত তিনি দিল্লি থাকছেন তাই সম্ভবত আগামী ২ জুলাই এই মাঠের উদ্বোধন হবে। মাঠের সাথে নির্মীয়মান সুইমিং পুল যার কাজ চলছে সেটিও মন্ত্রী পর্যবেক্ষণ করেন। পানিসাগরের এই মাঠটি রাজ্যের একটি গর্ব বলে তিনি সম্বোধন করেন।
পানিসাগর আর সি পি ই এর অত্যাধুনিক মাটি পরিদর্শন করলেন রাজ্যের যুব এবং ক্রীড়া মন্ত্রী টিংকু রায়।
167