বিশালগড় কলকলিয়ার এক যুবক ভালোবাসার মিথ্যা অভিনয় করে খোয়াই বনকর এলাকার এক কুড়ি বছর বয়সী মেয়ের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে এবং সামাজিক মাধ্যমে নোংরা ছবি ছেড়ে দেওয়ার হুমকি দেয় । পরবর্তী সময় মেয়েটি ঘটনাটি তার পরিবারের জানালে আজ ছেলেটিকে দেখা করার কথা বলে খোয়াইতে এনে সন্ধ্যা পাঁচটার দিকে খোয়াই মহিলা থানায় অভিযোগ জানিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় ছেলেটির নাম রাকেশ দাস(27) তার বাড়ি বিশালগড় থানাধীন কল কলিয়া এলাকায়। সে কর্মসূত্রে বহিরাজ্যে থাকে। মেয়েটির সাথে সামাজিক মাধ্যমে পরিচয় হয় ছেলেটির।মেয়েটির অভিযোগ মূলে খোয়াই মহিলা থানায় কেইস রেজিস্ট্রি হয় শুক্রবার রাত ৯:০৫ মিনিট নাগাদ। এ বিষয়ে মহিলা থানার ওসি মিনা দেববর্মা জানান অভিযুক্তের বিরুদ্ধে যে মামলা নেওয়া হয়েছে তার কেইস নাম্বার 2024/07, আন্ডার সেকশন 376/417, 354(C) 506 আইপিসি। আগামীকাল অভিযুক্ত ছেলেটিকে কোর্টে প্রেরণ করা হবে।
153