প্রতিনিধি কৈলাসহর:-ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে এবং ফটিকরায় ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় ২২ শে ফেব্রুয়ারি থেকে চারদিন ব্যাপী মিলন মেলা শুরু হয়েছে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে।আজ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মিলন মেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উচ্ছ্বাস এবং উপস্থিতিতে কোন খামতি ছিল না।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই মেলার সূচনা করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন,সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়,জেলাশাসক রাজীব দত্ত,পুলিশ সুপার কান্তা জাঙ্গীর প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস।স্বাগত বক্তব্য রাখেন মিলনমেলা কমিটির চেয়ারম্যান তথা ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলনানন্দ স্মরণিকার আত্মপ্রকাশ করেছেন অতিথিরা।২০১৯ সাল থেকে শুরু হওয়া মিলন মেলা এখন শুধুমাত্র ফটিকরায় কিংবা ঊনকোটি জেলার মধ্যে সীমাবদ্ধ নয়।তার ব্যাপ্তি গোটা রাজ্যেই বিস্তৃত।মিলন মেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের জনঢল এই মেলার সার্থকতা জানান দেয়।প্রতি সন্ধ্যায় স্থানীয় এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীদের অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ,কলকাতা এবং বোম্বে থেকে আগত শিল্পীদের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি সন্ধ্যায় থাকবে। উদ্বোধনী অনুষ্ঠান পর্ব শেষে উদ্বোধক মহামান্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মৎস্য দপ্তর এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের দুটো স্টলের উদ্বোধন করেছেন।
61